Header Ads

ডিমা হাসাও পুলিশের হাতে আটক ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির দুই লিঙ্কম্যান

     
বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও পুলিশ ও কার্বি-আংলং পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে রবিবার ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মি (ডিএনএলএ) জঙ্গি সংগঠনের দুই লিঙ্কম্যানকে আটক করেছে। গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে ডিমা হাসাও পুলিশ পার্বত্য জেলার মাইবাং মহকুমার লাংটিং থানার অন্তর্গত থাইজুডিসাব্রা গ্রামে এক অভিযান চালিয়ে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির লিঙ্কম্যান বাপন নাইডিংকে আটক করে। ধৃত বাপন নাইডিংকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রবিবার কার্বি-আংলং জেলার ডিফু থানার অন্তর্গত মিসাবদেয়ান গ্রাম থেকে লংদ্বীপ শরংপাংসা নামে ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির আরও এক লিঙ্কম্যানকে আটক করে পুলিশ। ডিমা হাসাও জেলার পুলিশসুপার শ্রীজিৎ থিরাভিয়াম জানিয়েছেন লংদ্বীপ শরংপাংসা ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির এক কট্টর সদস্যের ভাই। এবং এই লংদ্বীপ শরংপাংসা মোবাইলে হুমকি দিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে ঠিকাদারদের কাছে অর্থ দাবির মত ঘটনার সঙ্গে জড়িত ছিল। পুলিশসুপার জানিয়েছেন কিছুদিন আগে এই লংদ্বীপ লাংটিং এসে বাপনের সঙ্গে মিলে অনেকের কাছে মোবাইল ফোনে হুমকি দিয়ে অর্থ দাবি করেছিল।এবং বাপন নাইডিং এই লংদ্বীপ শরংপাংসাকে লাংটিংয়ে থাকার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছিল। বর্তমানে ধৃত ডিমাসা ন্যাশনাল আর্মির দুই লিঙ্কম্যানকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এবং ধৃত দুই লিঙ্কম্যানের বিরুদ্ধে ডিমা হাসাও পুলিশ একটি মামলা ও দায়ের করেছে বলে জানান পুলিশসুপার শ্রীজিৎ থিরাভিয়াম।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.