Header Ads

পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার ভোটেও এড়ানো গেল না অশান্তি, ভোটের হার ৮০ শতাংশ


নয়া ঠাহর প্ৰতিবেদন, কোলকাতাঃ পশ্চিমবঙ্গে ষষ্ঠ দফার ভোটেও অশান্তিকে এড়ানো গেল না। বুথ জ্যাম, ছাপ্পা ভোট, মারপিট, বোমাবাজি, ইটবৃষ্টি, ইভিএম ভাঙচুর, গাড়ি ভাঙচুর, অভিযোগ, পাল্টা অভিযোগ এসবের মধ্য দিয়েই শেষ হয় ষষ্ঠ দফার নিৰ্বাচন। পরিস্থিতি নিয়ন্ত্ৰণে আনতে রীতিমতো হিমসিম খেতে হয় পুলিশ, কেন্দ্ৰীয় বাহিনীকে। কাঠফাটা গরমের মধ্যে চরম হেনস্থার শিকার হতে হয় পশ্চিমবঙ্গের খেটে খাওয়া সাধারণ মানুষকে। প্ৰাৰ্থীর গাড়ি ভাঙচুর। বিক্ষোভ সরাতে প্ৰাৰ্থীর দেহরক্ষীদের গুলি চালনা। সংবাদ মাধ্যম আক্ৰান্ত হয়েছে। এসবের পরও ভোট শান্তি পূৰ্ণ কেটেছে বলে উল্লেখ করেছে রাজ্য নিৰ্বাচন কমিশন। এদিকে এসমস্ত ঘটনার জেরে শাসক দল এবং বিরোধী দলগুলির মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। ‘‘রাজ্যে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করছেন নরেন্দ্ৰ মোদি, যা হচ্ছে তার ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব।’’- বাসন্তির জনসভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্ৰিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, ভোটে হিংসার জন্য রাজ্যের মুখ্য নিৰ্বাচনী অফিসারের কাছে শাসক বিরোধী দল গুলির নেতাদের একের পর এক অভিযোগে চিঠি এসেছে বলে জানা গিয়েছে। ভোট দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন ভোটাররাও। যদিও ভোট শান্তি পূর্ণ হয়েছে বলে রবিবার বিকেলে সাংবাদিক বৈঠকে জানায় কমিশন। বিকেল ৫টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৭৯.৯৩%৷ তমলুকে ৮২.৯৯%, কাঁথিতে ৮০.০৬%, ঘাটালে ৮০.৩৫%, ঝাড়গ্রামে ৮১.৬৮%, মেদিনীপুরে ৭৮.১৭%, পুরুলিয়ায় ৭৮.৬৪%, বাঁকুড়ায় ৭৫.৬৮%, বিষ্ণুপুরে ৮১.৯%। পশ্চিমবঙ্গে সপ্তম তথা শেষ দফা নিৰ্বাচন হবে আসন্ন ১৯ মে। এদিন দমদম, বারাসত, বসিরহাট, জয়ানগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কোলকাতা দক্ষিণ এবং কোলকাতা উত্তর কেন্দ্ৰে ভোট হবে। ফলাফল ২৩ মে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.