Header Ads

হাইলাকান্দিতে রবিবার তিন ঘন্টার জন্য কার্ফু শিথিল

   
 বিপ্লব দেব, হাফলংঃ হাইলাকান্দি শহরে গত শুক্রবার জুম্মার নমাজকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘটিত হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি থানার টিএসআই টিঙ্কু গোস্বামীকে চাকরি থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। এদিকে হাইলাকান্দি শহরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠায় রবিবার ৪৮ ঘন্টা পর জেলাপ্রশাসন তিন ঘন্টার জন্য কার্ফু শিথিল করে হাইলাকান্দি শহরে। দুপুর ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত তিন ঘন্টার জন্য কার্ফু হওয়ার পর অত্যাবশকীয় সামগ্রী সহ শাক সব্জী কেনা কাটার জন্য দৌঁড়ঝাপ পড়ে যায় সাধারন মানুষের মধ্যে। এদিকে হাইলাকান্দি শহরে জলের পাইপ লাইন দুষ্কৃতীরা ভেঙ্গে দেওয়ায় গত দুদিন থেকে শহরে পানীয় জল সরবরাহ ব্যাহত হয়ে পড়েছে। বর্তমানে হাইলাকান্দি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে নতুন করে কোন জায়গা থেকে কোন ধরনের হিংসাত্মক ঘটনার খবর মেলেনি। শান্তি ফিরিয়ে আনতে জেলাপ্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। তবে হাইলাকান্দি জেলায় জনমনে এখনও কিছুটা আতঙ্ক বিরাজ করছে। গোটা জেলায় সিআরপিএফ ও সেনাবাহিনীর জওয়ানরা টহল দিচ্ছে। তাছাড়া অতিরিক্ত ৮ কোম্পানি নিরাপত্তা বাহিনী আসছে হাইলাকান্দিতে। জেলাশাসক কীর্তি জল্লি শান্তি বজায় রাখার জন্য সবার কাছে আবেদন জানিয়েছেন। এদিকে হাইলাকান্দি জেলাশাসক কার্যালয়ে রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও বরাক উপত্যকার তিন বিধায়কের উপস্থিতিতে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়।  বৈঠকের পর মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য হাইলাকান্দি শহর পরিক্রমা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জনগনের প্রতি বিশেষ আবেদন জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.