Header Ads

অবশেষে পাওয়া গেল গুয়াহাটির উগ্ৰতারা মন্দিরে চুরি যাওয়া সেই প্ৰাচীন মূৰ্তি

ছবি, সৌঃজিপ্লাস
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ গুয়াহাটির উগ্ৰতারা মন্দিরে চুরি যাওয়া প্ৰাচীন মূৰ্তির খোঁজ পাওয়া গেল। নলবাড়িতে মূৰ্তিটি উদ্ধার করেছে গোলাঘাট পুলিশ। প্ৰাচীন এই মূৰ্তির কিছু অংশ কেটে নিয়েছে দুৰ্বৃত্তরা। মূৰ্তি চুরির সঙ্গে জড়িত চারজনকে গ্ৰেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম ক্ৰমে ধৃতদের নাম ক্ৰমে টিহুর আদাইল আলি, মুকালমুয়ার রাহুল আলি, নলবাড়ির বাটসর এলাকার সান হুসেন এবং পাঞ্জাবাড়ির মিন্টু রায়। মঙ্গলবার রাতেই এই চারজনকে গ্ৰেফতার করে গোলাঘাটে নিয়ে আসে পুলিশ। গত ১৬ নভেম্বর উগ্ৰতারা মন্দির থেকে মূৰ্তিটি চুরি হয়েছিল। এএসপি সুরজিৎ সিং পানেশরের নেতৃত্বে চালানো অভিযানে মূৰ্তি চোরদের ধরা সম্ভব হয়। এএসপি পানেশর জানিয়েছেন- এই মূৰ্তিটিই সেই প্ৰাচীন মূৰ্তি কিনা তা সনাক্ত করতে উগ্ৰতারা মন্দিরের মূল পুরোহিতকে ডেকে পাঠানো হয়েছে। প্ৰসঙ্গত, বুধবার উগ্ৰতারা মন্দিরে কলকাতায় নিৰ্মিত নতুন মূৰ্তি প্ৰতিষ্ঠা করার কথা ছিল। আর এদিনই প্ৰাচীনকালের সেই মূৰ্তিই উদ্ধার হল, এমনটাই মনে করা হচ্ছে। টানা পাঁচ মাস ১৬ দিন পর পুরনো সেই মূৰ্তিটি উদ্ধার হল।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.