Header Ads

শিলচরে লোকসভা নির্বাচনের অন্তিম লগ্নে মহারথীরা জমায়েত

 


নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ সম্প্রতি আসন্ন লোকসভা নির্বাচনের অন্তিম ও শেষ লগ্নে,  জাতীয় কংগ্রেস তথা শিলচর লোকসভা নির্বাচনের আসনের মনোনীত প্রার্থী সুস্মিতা দেবকে জয়ী করতে প্রচার অভিযানে শিলচরে উপস্থিত হন  নিখিল ভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ  সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়ঙ্কার নির্বাচন প্রচারে আসার পর পরই তড়িঘড়ি দুদিনের জন্য বিজেপির প্রচারে শিলচরে এলেন রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ও সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। সপ্তদশ নির্বাচনে সুস্মিতা দেবকে একহাত নিয়ে ন্যায়ের গান গেয়ে নিজেদের পরিস্থিতিকে মজবুত করতে প্রিয়ঙ্কা ভোট ভিক্ষা চান । এমনকি, গত রবিবার সুস্মিতা দেবকে বিজয়ী করতে উধারবন্দের  কাঁচাকান্তি কালীবাড়িতে পুজোও দিয়েছেন। ভোটের বাজার ভোটারদের আকৃষ্ট করতে সব দলই তৎপর। চারিদিকে শুধু ভোট চাই, ভোট দিন রব। একদিকে গরিবী হটাও, আর আরেকদিকে স্বচ্ছ ভারত গড়ার প্রতিশ্রুতি। এককথায় পরিস্থিত এক সে বড় কর এক।  জনগনকে প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে যেনো সব দলই মদমত্ত। ভোটব্যাঙ্ক শক্তিশালী করতে এখন শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি । শহরে, গ্রামেগঞ্জে, বড় বড় নেতা-মন্ত্রীদের প্রতিশ্রুতির ফুলঝুড়ি ভাষণে। ভোট দাতারা নীরব শ্রোতা। ভোট কর্মীরাও ভোটগ্রহণ করতে প্রস্তুত। পুলিশবাহিনী ও আধাসামরিক বাহিনীর নিরাপত্তাব্যবস্থাও চূড়ান্ত।  এখন শুধু সময়ের অপেক্ষা। প্রার্থীদের পূজার্চনা, প্রতিশ্রুতির ফুলঝুড়ি তথা সবরকম গ্রহ দোষ কাটিয়ে, জনগণের বিচারে ভোটের শেষ নিকাশ কী দাঁড়ায় তা, সময়ই বলতে পারবে। বরাকবাসীরা আর মাত্র একটি দিনের পর ভোটদান করবেন। মঙ্গলবার বিকেলে এবারের লোকসভা নির্বাচন প্রচারের সময় সীমা সমাপ্ত হবে ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.