দ্রৌপদী রূপা, কৃপানাথের জন্য রেল কলোনির মাঠে অবতীর্ণ
চার্বাক দেব, বদরপুরঃ বরাকে ভোটের আর মাত্র তিন দিন বাকী। বরাকের শহরতলি এবং গ্রামাঞ্চলে আনাচে কানচে জমে উঠেছে নির্বাচনী প্রচারের চমকের বহর । বিজেপি, কংগ্রেস, এআইইউডিএফ, অন্যান্য দল ও নির্দলীয় প্রার্থীরা পর্যন্ত মতাদর্শের প্রচার স্টার ক্যাম্পেনার দিয়ে চলছে। সবাই ভোটারদের আকৃষ্ট করতে মরিয়া। নির্বাচনী প্রচারে এ পর্যন্ত বরাকে এসেছেন বিজেপি সুপ্ৰিমো নরেন্দ্র মোদি, কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী, বোন প্রিয়াঙ্কা গান্ধী, মন্ত্ৰী নভজ্যোৎ সিং সিধু, অসমের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল, মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা, শর্মিষ্ঠা মুখার্জি প্ৰমুখ। এলেন দ্রৌপদী বলে খ্যাত অভিনেত্রী রুপা গাঙ্গুলিও। শনিবার বদরপুর রেল কলোনির খেলার মাঠে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপির করিমগঞ্জ লোকসভা প্রার্থীর প্রচারে এলেন রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলি। তিনি বি আর চোপড়া নির্মিত বিখ্যাত মহাভারত সিরিয়ালের দ্রৌপদী। ঘোষণা অনুযায়ী খেলার মাঠে জমা হয়েছিলেন কয়েক হাজার জনতা। তিনি এলেন ঠিক চারটেয়। ভিড় জমেছিল অভিনেত্রীকে দেখতে ও ভাষণ শুনতে। অভিনেত্রীর সঙ্গে মঞ্চে ছিলেন রাজ্যের পাঞ্চায়েত মন্ত্রী নব কুমার দোলে, করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য্য, রাজ্য সহ -সভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য, দীপক দেব, তপন মহুরি, বিশ্ববরণ বড়ুয়া, আশীষ দাশ,শান্তূ নাগ ও বদরপুর মণ্ডল সভাপতি রূপণ পাল প্রমুখ। বক্তারা বলেন -প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের উন্নয়নের স্রোতকে ধরে রাখতে ভোটারা যেন বিপুল ভোটে করিমগঞ্জে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে জয়যুক্ত করেন।
কোন মন্তব্য নেই