Header Ads

প্রত্যন্ত জিনামভ্যালির ৮ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা নিজের গন্ত্যবের উদ্দেশ্যে রওনা হলেন



 বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলার প্রত্যন্ত জিনামভ্যালির ভোট কর্মীরা সোমবার নিজের গন্ত্যবের উদ্দেশ্যে রওনা হলেন। জিনামভ্যালি ডিমা হাসাও জেলার মাহুর থানার অন্তর্গত হলেও হাফলং থেকে ভোটকর্মীদের জিনামভ্যালি যেতে হবে শিলচর হরিনগর হয়ে। নববর্ষের দিনই জিনামভ্যালির ৮ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মী সেক্টর অফিসার জোনাল অফিসার সহ নিরাপত্তা বাহিনীর জওয়ানরা ইভিএম ভিপিপেট মেশিন নিয়ে প্রত্যন্ত জিনাম ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলেন। ডিমা হাসাও জেলার ২৪২ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে সোমবার প্রথম পর্যায়ে পাহাড়ি জেলার ৮ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোটকর্মীরা রওনা হয়েছেন। মঙ্গলবার দ্বিতীয় পর্যায়ে মোট ৮৭ টি কেন্দ্রের ভোটকর্মীরা তাঁদের নিৰ্দিষ্ট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। এবং তৃতীয় পর্যায়ে বুধবার বাকি ১৪৭ টি ভোটগ্রহণ কেন্দ্রের ভোট কর্মীরা নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান ডিমা হাসাও জেলার জেলাশাসক তথা জেলা নির্বাচনী অফিসার অমিতাভ রাজখোয়া।  প্রত্যন্ত জিনাম ভ্যালির ৮ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে খাংনাং খুংলুং ও রামভুম ভোটগ্রহণ কেন্দ্রে যেতে হলে ভোট কর্মীদের পায়ে হেঁটে যেতে হবে। এর মধ্যে খুংলুং কেন্দ্রে ভোট কর্মীদের পাহাড়ি নদী পার হয়ে পাহাড়ের চড়াই উতরাই পেরিয়ে মোট ১২ কিলোমিটার পথ পায়ে হেঁটে আসা যাওয়া করতে হবে বলে জানা গেছে জেলা নির্বচনী কার্যালয় সূত্রে। এদিকে রবিবার এক ভোটকর্মীকে মদ্যপ অবস্থায় উদ্ধার করা হয় নির্বাচনী কার্যালয়ে। নির্বাচনের কাজে যুক্ত কর্মীদের নেশা জাতীয় দ্ৰব্য মদ এসব খাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। কোনও ভোট কর্মী যদি ওই নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এদিকে কার্বি-আংলং ও পশ্চিম কার্বি-আংলং ডিমা হাসাও জেলা মিলে একমাত্র ৩ নম্বর ডিফু তফশিলী উপজাতি সংরক্ষিত আসনে মোট ভোটারের সংখ্যা ৭ লক্ষ ৮৩ হাজার ৭১১ জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ১৯৫ ও মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে ৩ লক্ষ ৮৪ হাজার ৫০৯ জন। ডিফু লোকসভা আসনের অন্তর্গত ডিমা হাসাও জেলায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে ১ লক্ষ ৩৭ হাজার ৩১৭ জন। এতে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে ৬৯ হাজার ৩৪২ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৯৭৫ জন। আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে ডিফু লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.