শিলচরে রোড শোতে যোগ দিলেন কংগ্ৰেসের সাধারণ সম্পাদক প্ৰিয়াঙ্কা গান্ধী বডরা
নয়া ঠাহর প্ৰতিবেদন, শিলচরঃ শিলচর আসনের কংগ্ৰেস প্ৰাৰ্থী সুস্মিতা দেবের পক্ষে রবিবার শিলচরে ভোট প্ৰচারে রোড শোতে যোগ দিলেন কংগ্ৰেসের সাধারণ সম্পাদক প্ৰিয়াঙ্কা গান্ধী বডরা। তাঁকে দেখতে এদিন শিলচরের রাস্তায় মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল। নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ নিয়ে তিনি বলেন- বিলটি মোটেও সাধারণ মানুষের উপকারী নয়। বিজেপি সুপ্ৰিমো নরেন্দ্ৰ মোদিকে তোপ দেগে বলেন- ‘‘তিনি নিজের কেন্দ্ৰ বেনারসবাসীর খোঁজখবর নিতেই সময় বের করতে পারেন না, শিলচরবাসীদের খোঁজখবর কি করে নেবেন।’’ প্ৰিয়াঙ্কার ভোট প্ৰচারে আসাতে সুস্মিতা দেবের নিৰ্বাচনে জয়ের পথ যে অনেকটা মসৃণ হয়ে গেল তাতে আর দ্বিমত নেই।
কোন মন্তব্য নেই