Header Ads

কেন্দ্রে বিজেপি পুনরায় শাসনে ফিরলে ২৪৪ (ক) অনুচ্ছেদ কার্যকরী হবেঃ হাগ্রামা মহিলারি

বিপ্লব দেব, হাফলংঃ কার্বি-আংলং জেলার বকুলিয়া ঘাটের লাংহিংয়ে বিজেপি প্রার্থী হরেন সিং বে-র হয়ে প্রচারে এসে ঝড় তুললেন বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি, রাজ্যসভার সাংসদ বিশ্বজিৎ দৈমারি। কার্বি পাহাড়ের লাংহিং থেকে ৪ কিলোমিটার দূরবর্তী জামুগুড়িতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বিটিসি প্রধান হাগ্রামা মহিলারি কেন্দ্রে দ্বিতীয়বার বিজেপি সরকার গঠন করা একপ্রকার নিশ্চিত দাবি করে বলেন কেন্দ্রে পুনরায় বিজেপি সরকার গঠন করতে সক্ষম  হলে ২৪৪ (ক) অনুচ্ছেদ কার্যকরী হবে। জনসভায় হাগ্রামা কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন পনেরো বছরের কংগ্রেসের শাসনে অসমের জনগন কিছুই পায়নি বলে মন্তব্য করে তিনি বলেন বিজেপি শাসনে আসার পর বহু পরিবর্তন সাধন হয়েছে বলে উল্লেখ করে স্বভাবসিদ্ধ ভাষণে তিনি বলেন কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলা স্বশাসিত রাজ্যের মর্যাদা লাভ করলে তারপর বড়োল্যান্ডের ও একই দাবি উত্থাপন করার পথ সুগম হবে বলে উল্লেখ করে তিনি বলেন বিটিসি এলাকায় বড়ো অবড়ো রাজনীতির সঙ্গে জড়িত একাংশ অবড়ো এলাকা সমূহ বিটিসি থেকে কর্তন করার দাবি উত্থাপিত হওয়ার জন্য বড়োল্যান্ডে স্বশাসিত রাজ্যের দাবি উত্থাপন করা সম্ভব হচ্ছেনা। তবে কার্বি-আংলং এবং ডিমা হাসাও জেলাকে স্বশাসিত রাজ্যের মর্যাদা প্রদানের দাবির সঙ্গে সঙ্গে বিটিসি সরকার এক গুলিতে দুই শিকারের নীতি গ্রহন করেছে বলে মন্তব্য করে হাগ্রামা বলেন কেন্দ্রে বিজেপি-র সরকার গঠন হলে ষষ্ঠ অনুসূচী ভূক্ত এলাকার জন্য বিশেষ ছাড় দেওয়ার জন্য লিখিত দাবি জানানো হবে। নির্বাচনী জনসভায় রাজ্যসভার সাংসদ বিশ্বজিৎ দৈমারি বলেন বিজেপি সরকার আসার পর বহু উন্নয়ন হয়েছে। বিজেপি পুনরায় কেন্দ্রে ক্ষমতায় ফিরলে আগামী পাঁচ বছরে পার্বত্য জেলাবাসী স্বশাসিত রাজ্যের মর্যাদা লাভ করবে বলে আশা ব্যক্ত করেন বিশ্বজিৎ দৈমারি। কার্বি স্বশাসিত পরিষদের সিইএম তলিরাম রংহাং ভাষণে বলেন - গত ১৫ দিন আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পার্বত্য এলাকার রাজনৈতিক দাবি সমূহ অবগত করানোর পর প্রধানমন্ত্রী এ ক্ষেত্রে সদিচ্ছা প্রকাশ করেন বলে সভায় উল্লেখ করেন সিইএম। অসম বিভাজন নয় বরং বৃহৎ অসম গড়ার লক্ষ্যে পার্বত্য জেলায় বসবাস রত সব জাতি জনগোষ্ঠীর মানুষকে সঙ্গে নিয়ে পার্বত্য জেলার উন্নয়নে কাজ করে যাওয়ার জন্য পরামর্শ দেন বলে নির্বাচনী জনসভায় মন্তব্য করেন তুলিরাম রংহাং। নির্বাচনী জনসভায় বিটিসির দুই নেতা হাগ্রামা মহিলারি ও বিশ্বজিৎ দৈমারি পার্বত্য জেলার সার্বিক উন্নয়নে বিজেপি-র প্রার্থী হরেন সিং বে-কে জয়ী করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.