Header Ads

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত

    
 
বিপ্লব দেব, হাফলংঃ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস সোমবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হাফলং জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে পালন করা হয়। এদিন পার্বত্য পরিষদের ৬৮ তম প্রতিষ্ঠা দিবসে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত  হয়ে প্রথমে সিইএম দেবোলাল গার্লোসা প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। তারপর স্বাগত ভাষণ দেন পার্বত্য পরিষদে প্রধান সচিব (নর্মাল) মুকুট কেম্প্রাই। এদিন মুখ্য অতিথির ভাষণে সিইএম দেবোলাল গার্লোসা বলেন একদিকে যেমন আজ আনন্দের দিন তেমনি অন্যদিকে দুঃখের ও দিন বিগত ৬৮ বছরে পাহাড়ি জেলায় বসবাসরত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষের ভাষা সংস্কৃতির উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে তা হয়নি।  তবে পরিষদ এতে গুরুত্ব দিচ্ছে বলে উল্লেখ করে সিইএম বলেন পার্বত্য পরিষদের জন্ম লগ্নের পর থেকে পাহাড়ি জেলা যেভাবে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার কথা ছিল কার্যত সেইভাবে উন্নয়ন হয়নি। এদিন পার্বত্য পরিষদের ৬৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পরিষদ সচিবালয়ের কর্মী সহ জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে সিইএম দেবোলাল গার্লোসা বলেন নতুন বিজেপি শাসিত পার্বত্য পরিষদের এখনও তিনমাস পূর্ণ হয়নি তবু জেলার সার্বিক বিকাশে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আর এ ক্ষেত্রে সর্বানন্দ সনোয়াল নেতৃত্বাধীন রাজ্যসরকার সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে উল্লেখ করেন দেবোলাল গার্লোসা। এদিনের অনুষ্ঠানে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার্বত্য পরিষদের চেয়ারপার্সন রানু লাংথাসা, জেলাশাসক অমিতাভ রাজখোয়া, পুলিশসুপার শ্রীজিৎ থিরাভিয়াম, পার্বত্য পরিষদের প্রধান সচিব রূপক কুমার মজুমদার। তাছাড়া অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য পরিষদের সদস্য বিমল হোজাই, বিজিৎ লাংথাসা, গলঞ্জ থাওসেন, লালরেমসিয়ামে ডার্নে ও পরিষদ সদস্যা নন্দিতা গার্লোসা প্রমুখ। তাছাড়া অনুষ্ঠানে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ দীক্ষা লাংথাসা সহ ডক্টরেট ডিগ্রি পাওয়াদের পার্বত্য পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। পাহাড়ি জেলার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর শিল্পী বৃন্দের দ্বারা পরিবেশিত পরম্পরাগত লোকনৃত্য ও সঙ্গীতের মাধ্যমে এদিনের অনুষ্ঠানটি এক অন্য মাত্রা পায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.