Header Ads

শেষ হল দ্বিতীয় দফার ভোট প্ৰাচর অভিযান


নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ  দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী প্রচার মঙ্গলবার শেষ হল। দ্বিতীয় পর্যায়ে গোটা দেশের ৯৭টি কেন্দ্ৰে ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবার অনুষ্ঠেয় দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি এখন শেষ। অসমের ৫টি কেন্দ্ৰ যথাক্রমে করিমগঞ্জ, শিলচর, মঙ্গলদৈ, স্বশাসিত জেলা ডিফু ও নগাঁওয়ে হবে দ্বিতীয় দফার ভোট। ১৮ এপ্রিল অসমের সাথে নির্বাচন হবে বিহার, ছত্রিশগড়, জম্মু-কাশ্মীর, কর্ণাটক, মহারাষ্ট্র, মনিপুর, ওড়িশা, পুডুচেরি, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তর প্রদেশ এবং পশ্চিমবঙ্গে হবে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ। এর জন্য তৈরি হয়েছে ইভিএম মেশিন ও নির্বাচন অধিকারিকরা সবাই। নিৰ্বাচনী বিধি অনুসারে মঙ্গলবার বিকেল পাঁচটায় শেষ হয় নির্বাচনী প্রচার। অসমের ৮৯৯২টি কেন্দ্রে হবে নির্বাচন। ৬৮লক্ষ ৩৬ হাজার ৪৯৬ জন ভোটার সাব্যস্ত করবেন নিজের ভোটাধিকার। দ্বিতীয় পর্যায়ে পাঁচটি কেন্দ্ৰে মোট ৫০জন প্রাৰ্থী করবেন প্রতিদ্বন্দ্বিতা। ভোটারের সংখ্যা ৬৯ লক্ষ ১০ হাজার ৫৯২জন। তার মধ্যে পুরুষ ভোটার ৩৫ লক্ষ ৫৪ হাজার ৪৬০, মহিলা ভোটার সংখ্যা ৩৩ লক্ষ ৫৫ হাজার ৯৫২ এবং তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১৮০ জন।

No comments

Powered by Blogger.