উন্নয়নের লক্ষ্যে হরেন সিং বে-কে জয়ী করার আহ্বান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের
বিপ্লব দেব, হাফলংঃ কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলায় নির্বাচনী প্রচারে এসে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঝড় তোলেন। বুধবার পশ্চিম কার্বি-আংলং কার্বি-আংলং ও ডিমা হাসাও জেলায় নির্বাচনী প্রচারে এসে কংগ্রেসকে তুলোধুনো করে মুখ্যমন্ত্রী বলেন- ইমানদার ও নিষ্ঠাবান প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। গত ৫ বছরের শাসন কালে দেশ বিকাশের পথে এগিয়ে চলছে। বুধবার হাফলং টাউন কমিটির মাঠে ডিফু লোকসভা আসনের বিজেপি প্রার্থী হরেন সিং বে-র হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন- সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে গত পাঁচ বছর সবার জন্য কাজ করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যা গত ৭০ বছরে কংগ্রেস করতে পারেনি তার কারণ হচ্ছে কংগ্রেসের কাছে ভাল নেতা নেই। মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেসের শাসনকালে উত্তর পূর্বকে সম্পূর্ণ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি বলেন- জওহারলাল নেহেরু থেকে শুরু করে মনমোহন সিং পর্যন্ত প্রধানমন্ত্রী কিছুই করতে পারেনি। কংগ্রেস সরকার আমলে শুধ দুর্নীতি ও ভ্রষ্টাচার হয়েছে। কংগ্রেসের শাসনে উত্তর পূর্বাঞ্চলে শুধু লুঠ হয়েছে থমকে পড়েছিল উন্নয়ন মুখ্যমন্ত্রী বলেন নরেন্দ্র মোদির নেতৃত্বে গত পাঁচ বছরে উত্তর পূর্ব উন্নয়নের পথে এগিয়ে চলেছে। তিনি বলেন- এবার ও দেশবাসী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। মুখ্যমন্ত্রী জনসভায় ভাষণ প্রসঙ্গে বলেন- রাজ্যের যেখানেই জনসভা হচ্ছে সেখানে জনগণ বিজেপিকেই সমর্থন করছেন সবার একটাই কথা আমরা নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছি। তিনি বলেন- অসমে গত ২ বছর ১১ মাসের শাসনকালে বরাক থেকে শুরু করে ব্রহ্মপুত্র পাহাড় সমতলের উদ্দেশ্যে কাজ করেছে বিজেপি সরকার। তাই উন্নয়নের ক্ষেত্রে কার্বি-আংলং ও ডিমা হাসাও পিছিয়ে থাকবে না। অসমের এই তিনটি পাহাড়ি জেলা উন্নয়নের পথে এগিয়ে যাবে। মুখ্যমন্ত্রী নিজের ভাষণে এও বলেন দিবাঙ্গ থেকে কৃষক গরীব লোকদের সুরক্ষা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। এমনকি হিন্দু, মুসলিম খ্রীষ্টান, শিখ, বৌদ্ধ, জৈন সবাইকে সুরক্ষা দেওয়া হয়েছে। তাই দেশকে যদি কেউ সুরক্ষা দিতে পারে তা একমাত্র নরেন্দ্র মোদি। পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার পর পাকিস্তানে ঢুকে এর যোগ্য জবাব দিতে পেরেছেন আমাদের প্রধানমন্ত্রী। ভারতবর্ষকে সর্ব শক্তিশালী করে তুলতে হলে আমাদের সবাইকে নরেন্দ্র মোদির হাত শক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল বলেন- গত আড়াই বছরের শাসনকালে অসমে বিজেপি সরকার দুর্নীতি ও ভ্রষ্টাচারের বিরুদ্ধে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। কংগ্রেস আমলে রাজ্যে এপিএসসি-র কেলেঙ্কারি সংগঠিত হয়েছে। যা বিজেপি সরকার শেষ করে দিয়েছে। তাই এই অবস্থায় সুশাসন ব্যবস্থা চালু করতে হলে দেশে এক মজবুদ সরকারের প্রয়োজন। তার জন্যই নরেন্দ্র মোদিকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে দেশবাসী। তাই উন্নয়নের স্বার্থে দুর্নীতি ও ভ্রষ্টাচার দূর করতে ডিফু লোকসভা আসনে বিজেপি-র প্রার্থী হরেন সিং বে-কে জয়ী করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অন্যদিকে, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা বলেন- গত ৩০ বছর ডিফু লোকসভা আসনে সাংসদ থেকে বীরেন সিং ইংতি উন্নয়নমূলক কোন কাজ করেন নি। বীরেন সিং ইংতি ঘুমন্ত সাংসদ হিসেবে আখ্যায়িত করে দেবোলাল গার্লোসা উন্নয়নের লক্ষ্যে হরেন সিং বে-র হয়ে ভোট চাইলেন। এদিকে এদিন অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক বীরভদ্র হাগজার ও বিজেপি-র জেলা সভাপতি নিপোলাল হোজাই। এদিন হাফলঙে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের উপস্থিতিতে হাফলং টাউন কমিটির মাঠে কংগ্রেস অগপ এনপিপি ছএড়ে প্রায় চার শতাধিক নেতা কর্মী বিজেপি দলে যোগ দেন। এদিন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এদের সবাইকে গেরুয়া দলে স্বাগত জানান। বুধবার প্রথমে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পশ্চিম কার্বি-আংলং ও কার্বি-আংলং-য়ের বকুলিয়া ঘাট ও খেরনিতে দুটি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বিকেল তিনটে নাগাদ হাফলং টাউন কমিটির মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে আবার গুয়াহাটি ফিরে যান।









কোন মন্তব্য নেই