মোদির নির্বাচনী সভা দেবরাজ ইন্দ্রের ভরসায়
নয়া ঠাহর প্রতিবেদন, শিলচরঃ অসমের নির্বাচনী প্রচারের শেষলগ্নে কাল গেরুয়া শিবিরের তারকা প্রচারক প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির এক বিশাল সভায় ভাষণ দেবেন। বরাকের দুই লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থীদের জন্য ভোটারদের কাছে আবেদন জানাবেন। রাজদীপ রায় শিলচর কেন্দ্রের প্রার্থী, আর কৃপানাথ মালা করিমগঞ্জের দলীয় প্রার্থী। মোদির আগমন উপলক্ষ্যে চলছে কঠোর নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতিপর্ব। প্রকৃতির আশীর্বাদই প্রমান করবে নির্বাচনী জনসভার ভবিষ্যত। মঙ্গলবার, কংগ্রেস প্রধান রাহুল গান্ধীর নির্বাচনী সভা ইন্দ্রদেবতা প্রভাবিত করেছেন। গান্ধীর পাঁচগ্রামের জনসভায় প্রায় পঞ্চাশ হাজার লোক হয়েছিল বলে ধারণা। যদিও, আয়োজন হয়েছিল দেড় লাখ জনসমাগমের। বৃহস্পতিবার, রামনগর সংলগ্ন বাইপাসে দুপুর ২ টোয় আয়োজিত হবে মোদির নির্বাচনী সভা। আয়োজক কাছাড়,হাইলাকান্দি, করিমগঞ্জ বিজেপির তিন জিলা কমিটি। মোদির নির্বাচনী ভাষণের জন্য উদগ্রীব হয়ে আছেন বিজেপি সমর্থক বরাকবাসীরা ও পার্শবর্তী অঞ্চলের লোকরা। "আমরাও এসেছি রাজদীপ দাদার প্রচারে ও মোদিজির ভাষণ শুনার জন্য," বলেন কান্তি নাথ, ত্রিপুরা যুব মোর্চার সাধারণ সম্পাদক। নাথ ত্রিপুরা থেকে আগত যুব মোর্চার এক প্রচার টিমের নেতৃত্বে আছেন। ইতিমধ্যে, রাজ্যিক বিজেপি সভাপতি রঞ্জিত দাসও শহরে এসে রাজদীপ রায়ের হয়ে জোর প্রচার অভিযান চালান আজ। বিজেপির সমর্থকরা কিন্তুু ইন্দ্রদেবতার কাছে কাতর প্রার্থনা করছেন কাল বৃষ্টি না হওয়ার জন্য। দেবরাজই ভরসা এখন।









কোন মন্তব্য নেই