Header Ads

মালিগাঁও বেঙ্গলী এমই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনরমিলন উৎসব সম্পন্ন

দেবযানী পাটিকর, গুয়াহাটি: গুয়াহাটি নগরের মালিগাঁও বেঙ্গলী এমই স্কুলে রবিবার সকালে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে পুনরমিলন সভা অনুষ্ঠিত হয়ে যায়। এতে দেশের বিভিন্ন স্থানের অনেক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন ।
উল্লেখ্য, এই স্কুল স্থাপিত হয়েছিল ১৯৫৪ সনে। বর্তমানে এই স্কুলে ৫৩জন ছাত্র ছাত্রী ও ১২জন শিক্ষক রয়েছে।বর্তমানে এই স্কুলের প্রাধান শিক্ষকা লিপিকা রায় ঘোষ।এই প্রসঙ্গে প্রধান শিক্ষিকা লিপিকা বলেন যে প্রথম এই স্কুল যখন আরম্ভ হয় তখন এর প্রধান শিক্ষক ছিলেন রথীন রঞ্জন বসাক। তখন এই অঞ্চলের বহু ছাত্র ছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করতে আসত। এদের মধ্যে আজ অনেকেই সমাজে প্রতিষ্ঠিত।বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষক বিজয় কৃষ্ণ অধিকারী বলেন, তিনি এই স্কুল থেকে পড়াশোনা করেছেন এবং এখানেই শিক্ষক হিসাবে চাকরিতে নিযুক্ত হয়েছেন। বর্তমানে তিনি কলকাতায় থাকেন ।বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা পুরো দিনব্যাপী নাচ,গান,আলাপ আলোচনা স্মৃতি রোমন্থিনে আদি বিভিন্ন কার্যক্রমে পালন করে  পুনর্মিলন উৎসব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.