ট্রাকে ফিরছেন ধিং এক্সপ্রেস
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি: স্বর্ণ কন্যা হিমা দাস পুনরায় ট্র্যাকে ফিরেছেন । দোহার এশিয়ান অ্যাথলেটিকসে
পিঠের ব্যাথার জন্য তিনি অংশ গ্রহন করতে পারেনি। বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন আগামী ১১মে জাপানের য়কহামাতে অনুষ্ঠিত হওয়া রিলেতে অংশ গ্রহণ করবেন হিমা।প্রাপ্ত খবর অনুসারে মহিলার বিশ্ব রিলের ৪x৪০০মিটার রিলেতে অংশ নিচ্ছেন স্বর্ণ কন্যা হিমা দাস।









কোন মন্তব্য নেই