‘রেলওয়ে উইক অ্যাওয়ার্ড’ পেলেন এনএফ রেলওয়ের জনসংযোগ আধিকারিক নৃপেন ভট্টাচার্য
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জনসংযোগ অধিকারিক নৃপেন ভট্টাচার্য ‘রেলওয়ে উইক অ্যাওয়ার্ড’এ সম্মানিত হলেন। শুক্রবার রং ভবনে আয়োজিত এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে এই সম্মান তাঁর হাতে তুলে দেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মহাপ্রবান্ধক সঞ্জীব রায়। প্ৰসঙ্গত, নৃপেন ভট্টাচার্য মালিগাঁও নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলের মুখ্য কার্যালযে ৮৫ সালে মেকানিক্যাল বিভাগের সিনিয়র ক্লার্ক হিসেবে যোগ দেন। পরে ২০০২ সালে তিনি জনসংযোগ অধিকারিকের পদে অধিষ্ঠিত হন। বিগত ১৬ বছর ধরে অত্যন্ত সম্মানের সাথে তিনি এই পদে কর্মরত রয়েছেন। বিভিন্ন সময়ে রেল বিভাগের বহু সংকটময় পরিস্থিতিও তিনি খুব দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছেন। তিনি রাজ্য এবং রাষ্ট্রীয় পর্যায়ের ছাপা ও বৈদ্যুতিন মাধ্যমের সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলেছেন। এছাড়াও তিনি বহু ডকুমেন্টারি ফিল্ম, জিএম ও এবং সিপিআরও, ইন্টারভিউ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্ৰতিযোগীতা বিভিন্ন প্রদর্শণী ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে এসেছেন। নিউজ পেপার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া-র রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে ২০১৭ সালে তাঁকে নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের শ্ৰেষ্ঠ পাবলিক রিলেশন অফিসারের সম্মান দেওয়া হয়। নয়াদিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে তাঁকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে তিনিই প্রথম জনসংযোগ অধিকারিক যিনি এই রকম একটি জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁর এই পুরস্কার প্রাপ্তিতে খুশি রেল পরিবারের সকলেই।









কোন মন্তব্য নেই