গুয়াহাটির শিক্ষা প্রতিষ্ঠানের সামনে উন্মুক্ত ভাবে বিকোচ্ছে তামাক জাতীয় দ্রব্য
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ তামাক জাতীয় সামগ্রী প্রস্তুত করা কোম্পানিগুলি গুয়াহাটি মহানগরে অতি কৌশলে এবং পরিকল্পিতভাবে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের আকর্ষণ করতে শিক্ষা প্রতিষ্ঠানের কাছেই তামাক জাতীয় সামগ্রীর বিজ্ঞাপন প্রচার ও বিক্রির ব্যবস্থা করছে। অসমে দীর্ঘদিন ধরে তামাক নিয়ন্ত্রণের ওপর কাজ করে আসা কনজিউমার লিগেল প্রটেকশন ফোরাম আসাম ও নয়াদিল্লীর কনজিউমার ভয়েস গুয়াহাটি, যোরহাট এবং ডিব্রুগড় শহরে চালানো এক সমীক্ষায় এই ভয়াবহ তথ্য সামনে এসেছে। সিগারেট এবং অন্যান্য তামাক জাতীয় সামগ্রী বিক্রি আইন (কোটপা) অমান্য করে এই কোম্পানিগুলি ৮ বছরের শিশুর কাছেও তামাক বিক্রি করার তথ্য সামনে এসেছে।
কিছুদিন আগেই গুয়াহাটিতে একটি রাজ্য পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালায় সমীক্ষার তথ্যগুলি পর্যালোচনা করে কনজিউমার প্রটেকশন ফোরামের সেক্রেটারি অধ্যাপক অজয় হাজারিকা বলেন- গুয়াহাটিতে ৭১% শিক্ষানুষ্ঠানের সামনে তামাক এবং তামাকজাতীয় সামগ্রী খোলাখুলি ভাবে বিক্রি হচ্ছে। এই তামাক জাতীয় সামগ্ৰীগুলি বহুজাতিক কোম্পানিগুলো ছোটখাটো ও অস্থায়ী দোকানের সাহায্যে তাদের সামগ্রী ছাত্র-ছাত্রীদের মধ্যে বিক্রি করে আসছে। গুয়াহাটি শহরে ৫৯% শিক্ষা অনুষ্ঠানের বাইরে তামাক এবং তামাক জাতীয় সামগ্রীর বিজ্ঞাপন রয়েছে ৪২% এমন দোকান রয়েছে। যেখানে সিগারেটেরও বিড়ির সাথে ছাত্রছাত্রীকে আকর্ষিত করার জন্য লোভনীয় চিপস এর মতো সামগ্রী বিক্রি হচ্ছে। শিক্ষা অনুষ্ঠানের বাইরে স্থায়ী ও অস্থায়ী দোকানে তামাকজাতীয় সামগ্রী খোলাখুলি ভাবে প্রদর্শন করা হচ্ছে। এই কর্মশালায় তামাক বিক্রির জন্য লাইসেন্সের ব্যবস্থা প্রবর্তন করে যুব প্রজন্মকে তামাক বিক্রি করার ক্ষেত্রে কিভাবে বাধা দিতে পারি সেই বিষয়ে স্বাস্থ্য বিভাগের তামাক নিয়ন্ত্রণ কোষের নডেল অধিকারিক অরূন্ধতী ডেকা বিস্তৃতভাবে আলোচনা করেন। এই কর্মশালায় যুব প্রজন্মকে তামাক ব্যবহার থেকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে অসম পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি প্রতুল ফুকন, বি বড়ুয়া কর্কট প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক ডাঃ শ্রবনা মিশ্র, দৈনিক পূর্বোদয় খবরের কাগজের সম্পাদক রবি শঙ্কর রবি, সোনারাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক দ্বিজেন্দ্র নাথ বড় ঠাকুর, চাইল্ড লাইন গুয়াহাটি শাখার সিদ্ধেশ্বর দাস নিজের মতামত প্ৰকাশ করেন। কোটপা আইনটি অতি কঠোরভাবে বলবৎ করে শিক্ষানুষ্ঠানের ১০০ মিটার দূরত্বের ভিতর তামাক এবং তামাক জাতীয় সামগ্রী বিক্রির বিজ্ঞাপন নিষিদ্ধ করতে কনজিউমার লিগেল প্রোটেকশন ফোরামের আঞ্চলিক সমন্বয়ক হৃদয় পঙ্কজ দাস প্রশাসনকে দাবি জানিয়েছেন।








কোন মন্তব্য নেই