Header Ads

কংগ্রেস ক্যাব বোঝাতে ব্যর্থ হয়েছে, অভিযোগ তরুণ গগৈর

নয়া ঠাহর, গুয়াহাটি: নাগরিকত্ব  সংশোধনী বিল আইনে পরিণত হলে রাজ্যের   ভূমিপুত্রেদের অধিকার চলে যাবে। নিজের ভূমি পরভূমি  হয়ে যাবে। এই বিষয়টি রাজ্যের মানুষকে বোঝাতে   ব্যর্থ  হয়েছে কংগ্রেস। আজ অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ একথা   স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে নাগরিকত্ব বিলের কোনও প্রভাব পড়েনি। দল একথা ভোটারদের      বোঝাতে ব্যর্থ   হয়েছে। 
বৃহস্পতিবার  প্রধানমন্ত্রীর সঙ্গে অভিনেতা অক্ষয় কুমারের  সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী কেন তাঁর স্ত্রীর, তাঁর চা বিক্রির কথা বাদ দিলেন? 
ভোটের  সময় সাক্ষাৎকারের  প্রশ্ন  তুলে গগৈ বলেন, নির্বাচন  আচরণবিধি  ভঙ্গ করা হয়েছে। এসব নাটক বলে মন্তব্য করেন গগৈ।  নির্বাচনে বিজেপি  এত  টাকা কেমন করে পেল প্রশ্ন তুলেন তরুণ গগৈ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.