লুটেরাদের চৌকিদার প্রধানমন্ত্রী, ময়নাগুড়ির সভায় কটাক্ষ মমতার
নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ লোকসভা ভোটের প্ৰাক্কালে একে অপরের গায়ে কাদা ছোড়াছুড়ির খেলা চলছে রাজনৈতিক নেতা নেত্ৰীদের মধ্যে। রবিবার ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বাক যুদ্ধে জড়ালেন। কোচবিহারের এক জনসভায় প্রধানমন্ত্রী মমতার তীব্র সমালোচনা করে বলেন - সারদা নারদা কেলেঙ্কারির মুখ্যমন্ত্রী রাজ্যে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছেন। মা মাটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। নির্বাচনের কাজে হস্তক্ষেপ করছেন। ৭ অফিসারদের ভয় পাচ্ছেন। আবার প্রধানমন্ত্রী মমতাকে সব উন্নয়নের বাধা স্পীডব্ৰেকার বলে মন্তব্যও করেন। প্রধানমন্ত্রী এদিনও বলেন বিজেপি বাংলাতেও এনআরসি লাগু করবে। এদিনই এর পাল্টা অভিযোগে ফালাকাটা এবং ময়নাগুড়িতে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তৃণমূল নেত্ৰী বলেন- তিনি লুটেরা, দেশের সব টাকা লুট করছেন। বিজেপি টাকা দিয়ে ভোট কিনছে। তিনি এখন প্রাক্তন প্রধানমন্ত্রী লুটেরাদের চৌকিদার।








কোন মন্তব্য নেই