ডিমা হাসাও জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
বিপ্লব দেব, হাফলংঃ শিলচর-সৌরাষ্ট্র ইষ্ট-ওয়েষ্ট করিডরে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যাক্তি। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ডিমা হাসাও জেলার লাইলিং বয়লা সেতুর কাছে একটি ট্রাক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়লে ঘটনা স্থলেই গাড়ীর চালক ও সহ চালকের মৃত্যু ঘটে। মহকুমা সদর মাইবাং থেকে লামডিং অভিমুখে যাওয়ার পথে লোহা বোঝাই একটি ট্রাক লাইলিং বয়লা সেতুর কাছে ডানদিক ধরে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম দিকে উড়ে গিয়ে প্রায় ৬০ ফুট গভীর খাঁদে পড়ে গেলে ট্রাকটি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এমনকি দুর্ঘটনা এত ভয়ঙ্কর ছিল ট্রাকটির কোনও অস্তিত্ব মেলেনি। মেলেনি ট্রাকের নম্বর। আর এতেই ট্রাকের চালক ও সহচালকের ঘটনাস্থলে মৃত্যু ঘটে। খবর পেয়ে রাতেই লাংটিং পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে রাতে উদ্ধার অভিযান চালাতে পারেনি। অবশেষে রবিবার সকালে দুর্ঘটনা গ্রস্থ ট্রাকের নীচ থেকে পুলিশ চালক ও সহচালকের মৃতদেহ উদ্ধার করে। তবে চালকের কাছ থেকে উদ্ধার হওয়া ড্রাইভিং লাইসেন্স ও আধার কার্ড উদ্ধার হওয়ার দরুন চালকের পরিচয় পাওয়া গেছে। চালকের ড্রাইভিং লাইসেন্স দেখে পুলিশ জানতে পারে চালকের নাম উজ্জ্বল রায়, বয়স ৩১। লাংটিং পুলিশ জানিয়েছে চালকের বাড়ি ধর্মনগরের কালচিনির আশ্রমপাড়ায়। তবে ট্রাকের সহ চালকের পরিচয় এখনও জানা যায়নি। বর্তমানে দুটি মৃতদেহ হাফলং সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।









কোন মন্তব্য নেই