Header Ads

হাফলঙের পার্শ্ববর্তী বড়রবি গ্রাম থেকে দুই চোরাশিকারীকে আটক করল বনবিভাগ

বিপ্লব দেব, হাফলং ১৮ মার্চঃ ডিমা হাসাও জেলার বনবিভাগ সোমবার বিকেলে হাফলং শহরের পার্শ্ববর্তী বড়রবি গ্রাম থেকে দুইজন চোরাশিকারীকে আটক করে। হাফলং বনবিভাগের রেঞ্জ অফিস সুত্রে জানা গিয়েছে হাফলঙের পার্শ্ববর্তী বড়রবি গ্রামে আজ থেকে এক সপ্তাহ আগে চোরাশিকারীরা একটি হরিণকে গুলি করে মারার খবর পেয়ে বনবিভাগের রেঞ্জ অফিসের বনকর্মী বনরক্ষী বাহিনী বড়রবি গ্রামে অভিযান চালিয়ে দুই চোরাশিকারিকে আটক করে হাফলং রেঞ্জ অফিসে নিয়ে আসে। এবং এই দুই চোরাশিকারীর কাছ থেকে সাদা হরিণের চামরা উদ্ধার করে বলে জানা গিয়েছে। ডিএফও রমেন দাস জানান হাফলং শহরের পার্শ্ববর্তী গ্রামে দুই চোরাশিকারী একটি সাদা হরিণকে শিকার করেছে এমন অভিযোগ পাওয়ার পরই বনবিভাগ সোমবার এই অভিযান চালিয়ে চোরাশিকারীকে আটক করে। উল্লেখ্য, ডিমা হাসাও জেলায় অবাধে এভাবে বনবিভাগের চোখে ধূলো দিয়ে হরিণ সহ অনান্য বন্যজন্তু শিকার করে হাফলং বাজারে বিক্রি করার অভিযোগ রয়েছে। কিন্তু ডিমা হাসাও জেলার বনবিভাগ এসব চোরাশিকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহন করতে পারছে না বলে অভিযোগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.