Header Ads

হাজার হাজার মানুষের ভিড়ে শেষকৃত্য সম্পন্ন হল গোয়ার মুখ্যমন্ত্ৰী মনোহর পর্রীকরের

নয়া ঠাহর প্ৰতিবেদন, পানাজিঃ গোয়ার মুখ্যমন্ত্ৰী তথা প্ৰাক্তন প্ৰতিরক্ষা মন্ত্ৰী মনোহর পর্রীকরের শেষকৃত্য সোমবার পঞ্জিমের মিরামার সৈকতে হিন্দু রীতি নীতি মেনে এবং রাষ্ট্ৰীয় মৰ্যাদার সঙ্গে সম্পন্ন হল। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি, সেইসঙ্গে প্ৰতিরক্ষামন্ত্ৰী নিৰ্মলা সিতারমন, বিজেপির সৰ্বভারতীয় সভাপতি অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্ৰ এবং বিভিন্ন রাজ্য থেকে নেতা মন্ত্ৰীরা পর্রীকরকে শেষ শ্ৰদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন। এদিনের শোভাযাত্ৰায় হাজার হাজার মানুষের ভিড় ছিল। রবিবার সন্ধ্যায় ট্যুইট করে পর্রীকরের মৃত্যুর খবর জানান রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ। পর্রীকরের মৃত্যুতে কেন্দ্ৰ থেকে সোমবারটিকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এদিন স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ ছিল। গত বছর থেকেই অগ্নাশয়ের ক্যানসারে ভুগছিলেন তিনি। তবে অসুস্থতা সত্ত্বেও চলতি বছরের জানুয়ারিতে সংসদে বাজেটে উপস্থিত ছিলেন তিনি। গোয়ায় তিনি চতুৰ্থবার মুখ্যমন্ত্ৰী হয়েছিলেন। শেষ নিশ্বাস ত্যাগ করা পৰ্যন্ত গোয়ায় সেবা করে যাবেন বলে তিনি বলেছিলেন, তাই করলেন। পর্রীকরের মৃত্যুতে এখন গোয়ার পরবৰ্তী মুখ্যমন্ত্ৰী কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।       

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.