Header Ads

সৃষ্টির আদি পুরুষ মহাদেবের পূজাৰ্চনায় সোমবার মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ মহা শিবরাত্রিতে মহাদেবের পূজা-অর্চনায় সোমবার সারা দেশের সঙ্গে রাজ্যের সমস্ত শিব মন্দিরে অসংখ্য ভক্তের ভিড় জমায়েত হয়। মহা শিবরাত্রি উৎসবে গুয়াহাটি মহানগরের বিভিন্ন শিব মন্দিরে তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে আড়ম্বর সহকারে শিবের পূজার আয়োজন করা হয়েছে। সমস্ত শিব মন্দিরে বাবা ভোলেনাথের পুজোর জন্য ভক্তের লম্বা লাইন দেখা গেছে। মহানগরের শুক্রেশ্বর দেবালয়ে বাবা ভোলেনাথের পূজা-অর্চনার জন্য এদিন সকাল থেকেই ভক্তেরা এসে ভিড় করেন। এদিন অসমের রাজ্যপাল জগদীশ মুখি স্বস্ত্ৰীক শুক্ৰেশ্বর মন্দিরে পুজো দেন। জল, দুধ, বেলপাতা, ফুল-চন্দন দিয়ে শিবের আরাধনা করেন ভক্তরা। পূজার আয়োজন করা হয় ভূতনাথ শ্মশানেও। ব্রহ্মপুত্রের বুকে থাকা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র নদীদ্বীপ উমানন্দেও শিবরাত্রি উপলক্ষে ভক্তের ভিড় উপচে পড়ে। ব্রহ্মপুত্র নদীর মাঝে রয়েছে উমানন্দ দেবালয়। এই উমানন্দ নামটি উমা আর আনন্দ এই দুটি শব্দ যোগ হয়ে গঠিত। উমা পার্বতীর অন্য একটি নাম। হিন্দু শাস্ত্র মতে উমার আনন্দের জন্য ভগবান শিব এই দ্বীপের সৃষ্টি করেছিলেন। লোকের বিশ্বাস মতে এখানে শিব ভয়ানন্দ রূপে বিরাজমান। বিশ্বের এই ক্ষুদ্র নদী বদ্বীপে মহা শিবরাত্রির দিনে অগণিত ভক্তের ঢল দেখা গেছে। শিবরাত্রি উপলক্ষে মন্দিরে সকাল থেকেই ভক্তের লম্বা লাইন ছিল। মন্দিরে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছিল । প্রশাসনের মতে বিকেল পর্যন্ত প্রায় লাখ লোকের সমাগম হয়েছে। সকাল থেকেই ভক্তেরা মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রায় তিন থেকে চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তেরা এই মন্দিরে পূজা দেবার জন্য এসেছেন। শিবরাত্রির দিন সোমবার হবার ফলে এবার ভক্তদের ভিড় বেশিই ছিল।
ওদিকে শিবসাগরের ঐতিহাসিক শিব দৌলে মহা শিবরাত্রি আয়োজন করা হয়েছে। সকাল থেকেই শিবদৌলে অসংখ্য ভক্তের ভিড় দেখা গেছে। যোরহাটের শিব মন্দিরে শিবরাত্রির ব্যাপক আয়োজন। গড় মুরের শ্মশান শিব মন্দিরে সকাল থেকেই ছিল ভক্তের ভিড়। লখিমপুরেও শিবরাত্রি ব্যাপক আয়োজন হয়েছে। দক্ষিণ কামরূপেও সকাল থেকে শিব আরাধনা ব্যস্ত ভক্তরা। কোকরাঝাড়ে বেলতল শিব মন্দিরে সকাল থেকেই ভিড় জমিয়েছে অসংখ্য ভক্ত। এবার এই মন্দিরে সোনালী জয়ন্তী বর্ষ উদযাপন করা হচ্ছে। শিবরাত্রি সাথে সঙ্গতি রেখে এই অঞ্চলে সকালেই সাংস্কৃতিক শোভাযাত্রা বের করা হয়। শোনিতপুর জেলার তেজপুরেও শিবরাত্রির আয়োজন করা হয়। তেজপুতার ঐতিহাসিক মহাভৈরব মন্দিরে শিবের আরাধনা করে ভক্তেরা। শিবরাত্রি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে মেলা। তিন দিন ধরে চলবে এই মেলা। মেলা উপলক্ষে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। ওদিকে গুয়াহাটির লঙ্কেশ্বর মন্দিরেও পূজাৰ্চনার মধ্য দিয়ে শিবের আরাধনা করা হয়। সকাল থেকেই বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়েছে মহা শিবরাত্রি উৎসব।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.