Header Ads

বিজেপির পথে সৌম্যকান্তি-জল্পনায় হাইলাকান্দি

নয়া ঠাহর প্রতিবেদনঃ হাইলাকান্দি 
করিমগঞ্জ সংরক্ষিত নং লোকসভা কেন্দ্র করিমগঞ্জ হাইলাকান্দি নিয়েই। লোকসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশের আপগ্রেড এখনও ধোঁয়াশা। প্রার্থীর নাম ঘোষণা না হলেও লোকসভা নির্বাচনি ডঙ্কা নির্বাচন কমিশন ইতিমধ্যে বাজল। আগে কোন দিনও সংসদে না য়াওয়া এবারের নূতন মুখটি হল সৌম্যকান্তি পুরকায়স্থ। হাইলাকান্দি জেলার অন্তর্গত মনাছড়া গ্রামের ভূমিপুত্রের জন্য দাবি উঠাল বরাক ভ্যেলী পাটনি পরিষদ। সৌমকান্তি এক উর্চ্চ শিক্ষিত ও সামাজিক সেবায় নিয়োজিত ব্যাক্তি। সুব্রত নাথ, হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতির উক্তি, "নূতন উদ্দামী লোক রাষ্ট্র  নির্মাণের কার্য্যে যোগদান করতে  চাইলে  বিজেপির দুয়ার খোলা আছে"। বর্তমানে, বিজেপির প্রার্থী তালিকা চমকের অপেক্ষায়।নির্বাচনের বাজারে প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী গৌতম রায়ের বিজেপিতে যোগদান ও শিলচর লোকসভা কেন্দ্র বর্তমান সাংসদ সুস্মিতা দেবের বিরুদ্ধে প্রাথী হওয়ার কথা চলেছে ।সৌম্য কান্তি বলেন জীবনে বহু কিছু পেয়েছি, এবার  সমাজ ও নিজের  লোকদের জন্য  কিছু করার সংকল্প করেছি। এখন কেবল সময়ের  অপেক্ষা।

No comments

Powered by Blogger.