Header Ads

লোকসভা নিৰ্বাচনকে অসমে সুষ্ঠুভাবে চালিয়ে নিতে রাজনৈতিক দলের প্ৰতিনিধিদের সঙ্গে মুখ্য নিৰ্বাচনী অফিসারের বৈঠক

নয়া ঠাহর প্ৰতিবেদন, দিসপুরঃ  আসন্ন লোকসভা নিৰ্বাচন উপলক্ষে মুখ্য নিৰ্বাচনী অফিসার মুকেশ চন্দ্ৰ শাহু মঙ্গলবার দিসপুরে অগপ, এআইইউডিএফ, বিজেপি, বিপিএফ, সিপি(আই)এম এবং ভারতীয় জাতীয় কংগ্ৰেসের প্ৰতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। গোটা নিৰ্বাচনী প্ৰক্ৰিয়ায় কিছু বিধি সম্পৰ্কে আলোচনা করেন। যেগুলো রাজনৈতিক দলগুলিকে অবশ্যই মেনে চলতে হবে। নিৰ্বাচনী অফিসার প্ৰতিনিধিদের ফৰ্ম ২৬ বিতরণ করেন। যেটা পূরণ করতে হবে। যেখানে 'NIL' অথবা 'Not Applicable' অপশন রয়েছে সেখানেও প্ৰয়োজনে প্ৰতিনিধিদের লিখতে হবে। ফৰ্মের নিয়ম মতে যে সব প্ৰতিনিধিদের অতীতে অপরাধ মূলক কেস রয়েছে তা দৈনিক কাগজ অথবা টিভি চ্যানেলগুলিতে সম্প্ৰচার করতে হবে। কোনও প্ৰতিনিধির সেরকম কোনও তথ্য থাকেলে অবশ্যই তা দলকে জানাতে হবে। এ সংক্ৰান্তে রাজনৈতিক দলগুলির কি করণীয় থাকবে সে কথাও ফৰ্মে উল্লেখ রয়েছে। ভোট দিতে গিয়ে ইপিআইসি (ইলেক্টর ফোটো আইডেনটিটি কাৰ্ড) ছাড়া যেসব পরিচয়পত্ৰগুলি ভোটাররা দেখাতে পারবেন সেগুলি হল- পাসপোৰ্ট, ড্ৰাইভিং লাইসেন্স, কেন্দ্ৰ অথবা রাজ্যের অনুমোদিত ফোটো সমেত সাৰ্ভিস আইডেনটিটি কাৰ্ড, পিএসইউ অথবা পাবলিক লিমিটেড কোম্পানি হলেও হবে। ব্যাংক অথবা পোস্ট অফিসের পাসবুক, প্যান কাৰ্ড, রেজিস্ট্ৰার জেনারেল অব ইন্ডিয়া (আরজিআই)র স্মাৰ্ট কাৰ্ড, এনপিআর, এমএনরেগা জব কাৰ্ড, শ্ৰম মন্ত্ৰকের অধীনে স্বাস্থ্য বিমার স্মাৰ্ট কাৰ্ড, ছবি সমেত পেনশনের নথিপত্ৰ, সাংসদ অথবা বিধায়ক অথবা বিধান পরিষদের দেওয়া সরকারী পরিচয় পত্ৰ এবং আধার কাৰ্ড। এদিন প্ৰতিনিধিদের স্বীকৃতিপ্ৰাপ্ত এবং অস্বীকৃতিপ্ৰাপ্ত রাজনৈতিক দলগুলির স্টার ক্যাম্পেইন মনোনীত করার ব্যবস্থা সম্পৰ্কেও অবগত করানো হয়। নিৰ্বাচনটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে জেলা নিৰ্বাচন অফিসার, রিটাৰ্নিং অফিসার এবং মুখ্য নিৰ্বাচন অফিসের সঙ্গে যোগাযোগ রাখতে প্ৰতিনিধিদের অনুরোধ করা হয়েছে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.