অসমে প্রথম পর্যায়ে ৫টি কেন্দ্রের নির্বাচনে ৪৫ জন মনোনয়ন পত্র জমা দিলেন
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ আগামী ১১ এপ্রিল প্রথম পর্যায়ে ৫টি লোকসভা কেন্দ্রের নির্বাচনের জন্য সোমবার ছিল মনোনয়ন পত্ৰ জমা দেওয়ার শেষ দিন। উজান অসমের তেজপুর, কলিয়াবর, যোরহাট, ডিব্রুগড় এবং লখিমপুরে প্রথম পর্যায়ের নির্বাচনে মোট ৪৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সমেত বিজেপির হাজার হাজার কর্মী এদিন তেজপুরের প্রার্থী পল্লবলোচন দাস তপন গগৈর পক্ষ্যে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী এদিনও দাবি করেছেন তাঁরা এবার কমেও ১২টি আসন পাবে। তিনি বলেন রাজ্যের জনগণ এই বিজেপিকেই সমর্থন করেন। আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। এদিন লখিমপুর কেন্দ্রে প্রদান বড়ুয়ার মনোনয়ন পত্ৰ পেশের সময় মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে হিমন্ত বলেন ২ বা ৩ আসনে কিছু অসুবিধা হলেও ১০ বা ১১টি আসনে বিজেপি জয়লাভ করবে তা নিশ্চিত। মঙ্গলদৈ কেন্দ্রে কংগ্রেস প্রার্থী ভুবনেশ্বর কলিতা এবং বিজেপির প্ৰাৰ্থী হচ্ছেন দিলীপ শইকিয়া। বরাকের শিলচর কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী মহিলা নেত্রী সুস্মিতা দেব এবং বিজেপির রাজদীপ রায় নমিনেশন পেপার দাখিল করেন বলে নির্বাচন বিভাগ সূত্রে জানা গেছে। এদিন করিমগঞ্জে নমিনেশন দাখিল করেন এআইইউডিএফ- এর রাধেশ্যাম বিশ্বাস। কংগ্রেসের স্বরূপ দাস ও মনোনয়ন পত্ৰ পেশ করেন। এআইইউডিফের বিধায়ক আনোয়ার হোসেইন লস্কর কর্তব্যরত এক সরকারি অফিসারের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে অভিযোগ এসেছে। বরাকে প্রথম থেকে করিমগঞ্জ কেন্দ্রে তপসিল ভুক্ত বাঙালি হিন্দুকে প্রার্থী করা হচ্ছিল। এবার বিজেপি বাঙালি হিন্দুকে বাদ দিয়ে একজন হিন্দিভাষীকে প্রার্থী করেছে। এনিয়ে বরকে কোনও প্রতিবাদ নেই, কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় বিভিন্ন দল সংগঠন প্ৰতিবাদ করেছে। বিধান সভায় ডেপুটি স্পিকার কৃপানাথ মাল্লাকে এবার করিমগঞ্জের প্রার্থী করা হেয়েছে। এদিন এক সাংবাদিক সম্মেলনে এআইইউডিএফের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঘোষণা করেন- তাঁরা মাত্ৰ ৩টে আসনে প্ৰাৰ্থী দেবেন। এআইইউডিএফ নেতা বদরুদ্দিন আজমল বলেছেন- বিজেপিকে আটকাতে তাঁরা অন্য দলগুলোক সমৰ্থন করবেন। ফলত, এআইইউডিএফের সঙ্গে কংগ্ৰেসের যে পরোক্ষভাবে বোঝাবুঝি হল তা সহজেই প্ৰমাণ হয়ে গল। এদিনের আরেকটি উল্লেখযোগ্য খবর হচ্ছে, নগাঁওয়ের বিজেপি সাংসদ তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী রাজেন গোঁহাইয়ের বিরুদ্ধে যৌন কেলেংকারীর অভিযোগ গৌহাটি হাই কোৰ্ট সোমবার খারিজ করে দিয়েছে। ফলত, তাঁর নগাঁও কেন্দ্ৰে প্ৰাৰ্থী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হল।









কোন মন্তব্য নেই