Header Ads

ডিফু লোকসভা আসনে অগপ-র প্রার্থী তালিকায় নাম রয়েছে দেবজিৎ থাওসেন ও প্রকান্ত ওয়ারিশার

বিপ্লব দেব, হাফলংঃ লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৮ এপ্রিল শিলচর, করিমগঞ্জ, নগাঁও, মঙ্গলদৈ লোকসভা আসনের সঙ্গে ডিফু লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বিজেপি কংগ্রেস অগপ কোনও দলই ডিফু আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি। এবার অসমে লোকসভা নির্বাচনে বিজেপি ও অগপ-র মধ্যে মিত্রতা না হওয়ায় রাজ্যের ১৪ টি আসনেই অগপ প্রার্থী দিতে চলেছে। এরই মধ্যে ডিফু লোকসভা আসনে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রাক্তন সিইএম দেবোজিৎ থাওসেন ও পার্বত্য পরিষদের প্রাক্তন সিইএম তথা রাজ্যসভার প্রাক্তন সদস্য প্রকান্ত ওয়ারিশার নাম চর্চায় রয়েছে। অগপ রাজ্যের ১৪ টি লোকসভা আসনের যে প্যানেল তৈরি করেছে ওই প্যানেলে ডিফু লোকসভা আসনের প্রার্থী হিসেবে রাখা হয়েছে দেবোজিৎ থাওসেন ও প্রকান্ত ওয়ারিশার নাম। এদিকে এবার একই আসনে কংগ্রেসের বর্তমান সাংসদ বীরেন সিং ইংতির প্রার্থীত্ব নিয়ে সংশয় রয়েছে। তার কারণ বর্তমান সাংসদের বয়স প্রধান ফ্যাক্টর হলেও তার বিরূদ্ধে রয়েছে ব্যাপক প্রতিষ্ঠান বিরোধী হওয়া তাই ডিফু লোকসভা আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হচ্ছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী খরসিং ইংতি। তবে বিজেপি কাকে এই আসনে প্রার্থী করবে তা এখনও পরিষ্কার নয় তবে আগামী কিছু দিনের মধ্যেই ডিফু লোকসভা আসনের বিজেপি কংগ্রেস ও অগপ দলের প্রার্থী কে হচ্ছেন তা পরিষ্কার হয়ে উঠবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.