Header Ads

নিউজিল্যান্ডের ক্ৰাইস্টচাৰ্চের মসজিদে বন্দুকবাজের হামলা, মৃত ৪০শের বেশি

ছবি, সৌঃএনডিটিভি
নয়া ঠাহর প্ৰতিবেদন, ক্ৰাইস্টচাৰ্চঃ নিউজিল্যান্ডের ক্ৰাইস্টচাৰ্চের মসজিদে শুক্ৰবার বন্দুকবাজের হামলায় কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন আরও ২০ জন। হামলাকারী জন্মসূত্ৰে অস্ট্ৰেলিয়ার বলে সনাক্ত করা হয়েছে। নিউজিল্যান্ডের প্ৰধানমন্ত্ৰী জেসিন্দা আরডান বলেন- ‘এটি যে জঙ্গি হামলা তা একেবারে স্পষ্ট। এই দিনটিকে তিনি ‘নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম একটি কালো দিবস’ বলে চিহ্নিত করেছেন। এই হামলার পিছনে কতজন জড়িত রয়েছে তা এখনও জানা যায়নি। বন্দুকধারীদের গুলি ছোড়ার সময় চাৰ্চে বাংলাদেশের ক্ৰিকেটের একটি দল সেখানে ছিল। তারা কোনওমতে সেখান থেকে পালিয়ে প্ৰাণে বাঁচে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জোরদার করে তোলা হয়েছে নজরদারি। কে বা কারা এই ঘটনার পিছনে রয়েছে তদন্ত চলছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.