Header Ads

রামানুজ ট্যালেন্ট ২০১৯এর ফলাফল ঘোষণা


ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ পাবে প্রথম স্থান প্রাপ্ত দশ জন।

দেবযানী পাটিকরঃ গুয়াহাটি,
কামরুপ জেলার বাইহাটা চারিয়ালির বিজ্ঞান শিক্ষা অনুষ্ঠান রামানুজ একাডেমীর উদ্যোগে আয়োজিত রামানুজ ট্যালেন্ট হান্ট ২০১৯ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এর সাথে সমস্ত প্রতিযোগীদের পুরস্কারসমূহও বিতরণ করা হয়। এবছরের ঘোষিত ফলাফল অনুসারে এই পরীক্ষাতে কামরূপ জেলার বেজারার উদয়ন শান্তিনিকেতনে অনুরাগ বর্মন প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অধিকার করে নিহার শর্মা। পুটিমারী পায়োনিয়ার একাডেমির ভ্রমণ কাকতি এবং হাজোর পঞ্চতীর্থ শিশু শঙ্কারদেব শিক্ষা বিদ্যা নিকেতনের মানসী মালাকার যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করে। এবং পশ্চিম তামুলপুর হাই স্কুলের ঋষিকেশ দাস চতুর্থ স্থান লাভ করে। এই উপলক্ষে একাডেমির প্রেক্ষাগৃহে অধ্যক্ষ গৌসর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাতে স্থানপ্রাপ্ত সমস্ত ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিযোগিতার স্থান প্রাপ্ত প্রথম ১০ জন ছাত্র ছাত্রীর সাথে অন্য ২০ জন ছাত্রছাত্রীকেও পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য যে পরীক্ষায় প্রথম স্থান প্রাপ্ত সবাইকে এক লাখ টাকা করে দেওয়ার সাথে সাথে ভারতীয় মহাকাশ গবেষণা(ইসরো), ভারতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান (আইআইএসসি)এবং খড়গপুর ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান(আইআইটি)তে শিক্ষামূলক ভ্রমণের জন্য নিয়ে যাওয়া হবে বলে একাডেমি কর্তৃপক্ষ এই সভাতে ঘোষণা করেন।রহমানের ভাষনে এই একাডেমী বিজ্ঞান শিক্ষার উত্তরণের জন্য গ্রহণ করে থাকা ভূমিকা বিষযে ব্যাখ্যার সাথে এখানে চলে থাকা বিনামূল্যে পাঠদানে অংশগ্রহণ নেওয়ার জন্য ছাত্র ছাত্রীদের আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.