Header Ads

দ্বিতীয় দিনও গুয়াহাটিতে মিনি সিটি বাস চলাচল বন্ধ, দুৰ্ভোগে নিত্য যাত্রীরা

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ পরিবহন বিভাগ এবং কর্মচারীর সংঘাতের ফলে দ্বিতীয় দিনও গুয়াহাটিতে বন্ধ ছিল সিটিবাস চলাচল। ফলে চরম দুৰ্ভোগে পড়েন নিত্য যাত্রীরা। পরিবহন বিভাগ সিটিবাস চালকের সংঘাতের ফলে অনির্দিষ্টকালের জন্য সিটিবাস চলাচল বন্ধ রেখেছে চালক হ্যান্ডিমেন। ফলে সাধারণ মানুষদের সাথে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অসুবিধার সম্মুখীন হয়েছে। সরকারী নীতি নিয়ম মানার ইচ্ছা সিটি বাস চালকের। ফলে হাহাকার যাত্রীদের। বাস স্ট্যান্ডে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও দেখা নেই সিটিবাসের। উল্লেখ্য, যে যাত্রীদের সুবিধার জন্য পরিবহন বিভাগ কিছু নীতি নিয়মের নির্দেশ দিয়েছিল। নিয়ম লংঘনের বিরুদ্ধে কড়া হয়েছে পরিবহন বিভাগ। যে সমস্ত বেসরকারী সিটিবাস পরিবহন বিভাগের নিয়ম নির্দেশ মেনে চলেনি সোমবার পরিবহন বিভাগ সেইসব বেসরকারী সিটি বাসকে সিজ করে দেয়। ওদিকে বাস সাধারণ মানুষের প্রাথমিক পরিবহন বলে বেশির ভাগ মানুষই বাস চলাচল করে । ফলে যারা বিভিন্ন কাজের উদ্দেশ্যে প্রতিদিন বাড়ি থেকে বের হন বুধবার তাদের চরম দুৰ্ভোগ পেতে হয়। সরকারের তরফ থেকে অল্প সংখ্যক এএসটিসি বাস চলাচল করলেও তা যথেষ্ট নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.