Header Ads

হারাঙ্গাজাও থেকে তিন সন্দেহভাজন জঙ্গিকে অস্ত্রশস্ত্র সহ গ্রেফতার করল ডিমা হাসাও পুলিশ



বিপ্লব দেব, হাফলংঃ ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও থেকে মঙ্গলবার রাতে ডিমা হাসাও পুলিশ এক অভিযান চালিয়ে সন্দেহভাজন ইউনাইটেড ট্রাইব্যাল লিবারেশন আর্মির তিন জঙ্গি সদস্যকে গ্রেফতার করে। গোপন সুত্রের খবরের ভিত্তিতে ডিএসপি সূর্য্য কান্ত মরাংয়ের নেতৃত্বে এক পুলিশ বাহিনী মঙ্গলবার রাত অনুমানিক ৭ টা নাগাদ নিউহারাঙ্গাজাওয়ের লোয়ার বলসল গ্রামে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে ওই তিন জঙ্গি সদস্যকে গ্রেফতার করে। ধৃত তিন জঙ্গি সদস্যের কাছ থেকে একটি ইউএসে নির্মিত ৭-৬৫ পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি সহ আপত্তি জনক নথিপত্র উদ্ধার করে পুলিশ। ধৃত তিন জঙ্গি হচ্ছে সেইমাঙ্গ লৌজেম (৩৪) বাড়ি হারাঙ্গাজাও থানার অন্তর্গত লোয়ার বলসল গ্রামে। নাগুমবম চংলই (২৪) বাড়ি নাগাল্যান্ডের পেরেন জেলার ইনবুং গ্রামে। মেনগেনো লৌভম (২৩) বাড়ি মনিপুরের কাংকপাই জেলার মটবুং গ্রামে। ডিএসপি সূর্য্যকান্ত মরাং বলেন হারাঙ্গাজাও থানার অন্তর্গত লোয়ার বলসল গ্রামের একটি বাড়িতে তিন জঙ্গি লুকিয়ে রয়েছে গোপন সুত্রে এমন খবর পেয়ে তিনি ও হারাঙ্গাজাও থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে মঙ্গলবার রাত ৭ টা নাগাদ ওই গ্রামে অভিযানে নামেন এবং পুরো গ্রামকে চারদিক থেকে ঘিরে ফেলেন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ও শেষরক্ষা হয়নি পালাতে গিয়ে এক জঙ্গি সদস্য জখম হয় বলে জানান ডিএসপি বর্তমানে ওই জঙ্গির চিকিৎসা চলছে হাফলং সরকারি হাসপাতালে এবং বাকি দুই জঙ্গি সদস্যকে হাফলং থানায় রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.