Header Ads

অগপ-বিজেপি মিত্রতাকে নিয়ে বাঙালি সমাজের তীব্র প্রতিক্রিয়া

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ অগপ বিজেপির মিত্রতাকে নিয়ে বাঙালি সমাজ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সম্পুৰ্ণ নির্বাচনের স্বার্থে লোকসভা নির্বাচনের প্রাকমুহুর্তে মিত্রতা ঘোষণা করাতে আশ্চর্য প্রকাশ করেছে সদৌ অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা মুখ্য উপদেষ্টা সুকুমার বিশ্বাস। এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার তিনি বলেন- অগপ এবং বিজিপির মিত্রতাকে সহজভাবে মেনে নিতে পারেনি বাঙালি সমাজ। সমস্ত নীতি ও আদর্শকে বিসর্জন দিয়ে একমাত্র গদি রক্ষার স্বার্থে এভাবে মিত্রাতা ঘোষণা করাতে যারপরনাই আশ্চর্য বাঙালি সমাজ। সুকুমার বিশ্বাস বলেন যে নাগরিকত্ব সংশোধনী  বিলকে নিয়ে সম্পূর্ণ বিপরীত মেরুতে অবস্থান করছিল যে দল দুটো কি করে একই রাত্রির ভিতরে এক হয়ে গেল। রাজ্যবাসী এর কারণ জানতে চাইছে। এ সম্পর্কে অতি শীঘ্রই এ দুটো দলকে এ কথা স্পষ্ট করতে হবে। রাজ্যবাসীকে পুনরায় অন্ধকারে রেখে ভোট বৈতরণী পার করতে হলে দুটো দলকেই তীব্র প্রত্যাখানের সম্মুখীন হতে হবে বলে ব্যক্ত করেন সুকুমার বিশ্বাস। এছাড়াও তিনি আরও বলেন- অগপ নাগরিকত্ব সংশোধনী বিল সমর্থন করলো, না কি বিজেপি বিলের বিপক্ষে সেটা স্পষ্ট করা উচিত। রাজনীতির জটিল হলেও নীতি আদর্শ সরল এবং স্পষ্ট হওয়া উচিত। নইলে দুটো দলই ক্ষতির সম্মুখীন হবে বলে মন্তব্য করেছেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.