Header Ads

লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ডিমা হাসাও জেলাপ্রশাসনের বৈঠক


বিপ্লব দেব, হাফলংঃ ১৮ এপ্রিল দ্বিতীয় পর্যায়ে শিলচর করিমগঞ্জ ও ডিফু লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের ঢাকে কাঠি পরার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে নির্বাচনের প্রস্তুতি। দ্বিতীয় পর্যায়ে ডিফু ও হাফলং মিলে একমাত্র সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনী প্রস্তুতি নিয়ে বুধবার জেলাশাসক কনফারেন্স হলে ডিমা হাসাও জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার অমিতাভ রাজখোয়া সরকারি অফিসারদের বৈঠক করেন। বৈঠকে জেলাশাসক বলেন নির্বাচন আয়োগের পক্ষ থেকে জারি করা নির্দেশ অনুসারে এবারের লোকসভা নির্বাচনে ভোটার আইডি ছাড়া ভোটাররা ভোট দিতে গিয়ে কি কি ধরনের ফটো আইডি ব্যবহার করতে পারবেন তা নিয়ে আলোচনা করেন জেলাশাসক জানান  পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স কেন্দ্রীয় ও রাজ্যসরকারে কর্মচারীদের সার্ভিস আইডি পাবলিক লিমিটেড কোম্পানির পক্ষ থেকে দেওয়া কর্মচারীদের দেওয়া আইডি ব্যাঙ্ক ও পোষ্ট অফিসের পাসবুক, প্যানকার্ড, আধার কার্ড, স্মার্টকার্ড , স্বাস্থ্যবিমা সংক্রান্ত, আইডি পেনসন সংক্রান্ত অফিশিয়াল ফোটো আইডি ভোটগ্রহণ কেন্দ্রে ব্যবহার করতে পারবেন ভোটাররা। তবে ফোটো ভোটার স্লিপ এবার ভোটগ্রহণ কেন্দ্রে গ্ৰহণযোগ্য হবে না বলে দেশের নির্বাচন আয়োগ ঘোষণা করেন। বুধবার ডিমা হাসাও জেলার জেলাশাসক তথা রিটার্নিং অফিসার অমিতাভ রাজখোয়া বলেন ভোটার আইডি ছাড়া ও উপরে উল্লেখিত আইডি নিয়ে ভোটদিতে পারবেন। বৈঠকে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানোর উপর ও পদক্ষেপ গ্রহণ করা নিয়ে আলোচনা হয়।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.