Header Ads

ফাৰ্স্ট নিউজ রিপোৰ্ট এবং নয়া ঠাহরের উদ্যোগে গুয়াহাটিতে চিত্ৰাংকন প্ৰতিযোগিতা সম্পন্ন

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমিয়া এবং বাংলা ওয়েব পোৰ্টাল ক্ৰমে ফাৰ্স্ট নিউজ রিপোৰ্ট এবং নয়া ঠাহরের উদ্যোগে রবিবার গুয়াহাটিতে চিত্ৰাংকন প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়। মহানগরের বেলতলা কলেজের সামনে জ্ঞান মন্দির বিদ্যাপীঠে এদিন বেলা ১১ টায় এই চিত্ৰাংকন প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ক’ এবং ‘খ’ দুটি শাখায় বিনামূল্যে এই প্ৰতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্ৰায় শতাধিক ছাত্ৰছাত্ৰী এই প্ৰতিযোগিতায় অংশগ্ৰহণ করে। বিশিষ্ট চিত্ৰ শিল্পী সুভজিত দাস বিচারক হিসেবে উপস্থিত ছিলেন। 'ক' শাখায় শ্ৰীয়াশ্ৰী চৌধুরী প্ৰথম, দীপাংক চক্ৰবৰ্তী দ্বিতীয়, মহৰ্ষি বৈশ্য তৃতীয় পুরস্কার অৰ্জন করে। রিও আৰ্মিন ডেকা, চার্জিল অমন, দীপাংশু চট্টোপাধ্যায়কে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। অন্যদিকে, 'খ’ শাখাত পূৰ্বা দাস প্ৰথম, নিয়ন্তা শর্মা দ্বিতীয়, হিমজ্যোতি দাস তৃতীয় পুরস্কার লাভ করে। এই শাখায় করণজিত বৰ্মন এবং মানসজ্যোতি কলিতা সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজপুর কেন্দ্ৰীয় বিশ্ববিদ্যালয়ের ইংরেজি এবং বিদেশী ভাষা বিভাগের অধ্যাপক ডঃ অরূপ কুমার নাথ। জ্ঞান মন্দির বিদ্যাপীঠের প্ৰধান শিক্ষক হেমেশ্বর ডেকা, বিদ্যাপীঠের সহ: শিক্ষক রঞ্জিত বসুমতারী, গৌহাটী বিশ্ববিদ্যালয়ের অতিথি সহকারী অধ্যাপক মনোজ দাস, অসম প্ৰবাহের সম্পাদক প্ৰকাশ বরা, বাংলা ওয়েব পোৰ্টাল নয়া ঠাহরের  সম্পাদক অমল গুপ্ত, অসমিয়া ওয়েব পোৰ্টাল ফাৰ্স্ট নিউজ রিপোৰ্ট-এর সম্পাদক দ্বীপজ্যোতি ডেকা, সরগমণি দেউরি, মুখ্য উপ -সম্পাদক সূৰ্য্য কুমার বড়ো, গৌহাটী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড০ বরষা ডেকা, বাৰ্তা সম্পাদক হালিমা বেগম, স্টাফ রিপোৰ্টার দীপাঞ্জলি ডেকা প্ৰমুখ উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক অনুপমা ডেকা।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.