Header Ads

শিলচরে মিনি সেক্ৰেটারিয়েটের শিলান্যাস করলেন অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোনোয়াল

 ছবি, সৌঃ বরাক বুলেটিন
নয়া ঠাহর প্ৰতিবেদন, শিলচরঃ বরাকের প্ৰশাসনিক পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে শনিবার শিলচরের পুলিশ প্যারেড গ্ৰাউন্ডে মিনি সেক্ৰেটারিয়েটের শিলান্যাস করলেন অসমের মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়াল। এদিন একইসঙ্গে তিনি জেলা গ্ৰন্থাগার প্ৰাঙ্গনে প্ৰেক্ষাগৃহ সমেত ‘উত্তরণ’ প্ৰকল্পের অধীনে শিলচর প্যারেড গ্ৰাউন্ডে ক্ৰীড়া স্টেডিয়ামের উন্নিতকরণ, অসম বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ সাংস্কৃতিক গবেষণা কেন্দ্ৰ এবং ইটখোলা ঘাটের কাছে বরাক নদীর ওপর আরসিসি ব্ৰিজ নিৰ্মাণেরও শিলান্যাস করেন। এদিন শিলচর-কুম্ভিরগ্ৰাম পথের সদর ঘাটে বরাক নদীর ওপরে নবনিৰ্মিত পাকা ব্ৰিজ সাধারণ মানুষের জন্য উৎসৰ্গ করা হয়। সেখানে আয়োজিত জনসভায় মুখ্যমন্ত্ৰী বলেন- বরাক উপত্যকার পরিকাঠামোর উন্নয়ন তরান্বিত করাই এখন বিজেপি সরকারের মূল লক্ষ্য। গত আড়াই বছরে রাজ্য সরকার বরাকের ২০০০ কিমি পথ নিৰ্মাণে শক্তিশালী পদক্ষেপ নিয়েছে। কাঠ এবং পাকা মিলে মোট ১২০টি সেতু তৈরির কাজ দ্ৰুতগতিতে চলছে। বরাকে আরও একটি বিমানবন্দর নিৰ্মাণের জন্য কেন্দ্ৰের বিমান মন্ত্ৰকের সঙ্গে কথাবাৰ্তা চলছে। রাজ্যে ৩৩টি জেলার সম উন্নয়নকে গুরুত্ব সহকারে দেখছে বিজেপি সরকার। বরাকের ৩টি জেলার শিক্ষা, সংস্কৃতি এবং ক্ৰীড়ার উন্নয়ন আরও দ্ৰুত করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূৰ্ণ পদক্ষেপ করেছে। করিমগঞ্জে ইঞ্জিনিয়ারিং কলেজ সহ মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ‘মুখ্যমন্ত্ৰী সমগ্ৰ গ্ৰাম্য যোজনা’র অধীনে ৩০ টিরও বেশি খেলার ময়দান নিৰ্মাণ করা হবে। রাজ্যকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে এদিন বরাকবাসীর সহযোগিতা আহ্বান করেছেন মুখ্যমন্ত্ৰী। এদিনের জনসভায় বক্তব্য রাখেন রাজ্যের পরিবেশ ও বনমন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য। এদিনের অনুষ্ঠানে অসম বিধানসভার প্ৰাক্তন অধ্যক্ষ তথা শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল, বরখলার বিধায়ক কিশোর নাথ, উদারবন্দের বিধায়ক অমর চান্দ জৈন প্ৰমুখ বক্তব্য রাখেন। এদিনের অনুষ্ঠানে বিধায়ক আমিনুল হক লস্কর, মিহির কান্তি সোম, ঋতুপৰ্ণ বরুয়া, সণোয়াল কছারী স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যবাহী সদস্য দীপুরঞ্জন মাক্ৰারী, প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী কবীন্দ্ৰ পুরকায়স্থ প্ৰমুখ উপস্থিত ছিলেন। 




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.