Header Ads

এক কোটি বিজেপি কর্মীর সাথে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মত বিনিময়

 দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ  নমো অ্যাপের মাধ্যমে দেশের ১৫ হাজার জায়গায় একত্রিত এক কোটি বিজেপি কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর দ্বারা কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এ  প্রসঙ্গে তিনি বলেন ভারতীয় সেনাবাহিনীর উপর আমার বিশ্বাস আছে তাদের মনোবল হ্রাস করা কোন কাজ আমাদের করা উচিত নয়। এ রকম কাজ করলে দেশের শত্ৰু পক্ষকে সুযোগ দেওয়া হবে । এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী । গত বুধবারের ভিডিও কনফারেন্সিং মাধ্যমে  তিনি লোকসভা নির্বাচনের প্রতি আলোকপাত করেন। মোদী বলেন - আমাদের সমস্ত ক্ষেত্রে আরও বেশি কঠোর পরিশ্রম করতে হবে ।দেশের নিরাপত্তার ক্ষেত্রে দিনরাত সতৰ্ক থাকা সেনাদের প্ৰতি গোটা ভারতবাসী কৃতজ্ঞ । তাদের নিয়েই দেশ উন্নতির দিকে  আরও এগিয়ে যাচ্ছে। দেশের পরিশ্রমী নাগরিকদের আমাদের দেশের সিপাহী হয়ে দেশের সৌহাৰ্দ্য, সমৃদ্ধি বৃদ্ধির জন্য দিনরাত এক করে কাজ করতে হবে । আমাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে পরাক্রমী হতে হবে ।  মজবুত ভারতের নির্মাণের লক্ষ্যে এক নতুন প্রয়াস করতে হবে । তিনি আরও বলেন -  আমাদের দেশের বীর জওয়ানদের  ওপর আমার সম্পূর্ণ ভরসা রয়েছে। শত্রু আমাদের দেশের বিকাশের গতিকে রোখার নীতিতে আগে এসেছে । কিন্তু আমার দেশ নতুন নীতিতে এগিয়ে গেছে। রাষ্ট্র নির্মাণের এই মহাযজ্ঞে সবাইকে দায়িত্ব সহকারে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন নরেন্দ্ৰ মোদী । কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন যে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য কংগ্রেস ছোট ছোট দলের সাহায্যে বেঁচে থাকার  চেষ্টা করে চলেছে । এদিন প্রধানমন্ত্রী অসমের দলীয় কর্মীদের সঙ্গেও  বার্তালাপ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.