Header Ads

কাৰ্বি আংলং জেলা মহিলা সমিতি চার দিন ব্যাপী তাদের ৫০ বছর পূৰ্তি পালন করলনয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ কাৰ্বি আংলং জেলা মহিলা সমিতি চার দিন ব্যাপী তাদের ৫০ বছর পূৰ্তি পালন করে গত ৭, ৮, ৯ এবং ১০ মাৰ্চ। গত ৯ মাৰ্চ সমিতির কাৰ্যালয় প্ৰেক্ষাগৃহে অনুষ্ঠিত আলোচনা চক্ৰের বিষয় ছিল ‘বৰ্তমান সমাজে নারীর উন্নতিকরণ।’ সেই অনুষ্ঠানে গুয়াহাটি থেকে যোগ দেন সাংবাদিক সুপৰ্ণা লাহিড়ী বড়ুয়া। এছাড়াও এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন থেকে আসা লেখক তথা সমাজ সংস্কারক ড০ মরিও, অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড০ ইবেন চা সানু, ডিফুর আইনজীবী ললিতা রেংমা প্ৰমুখ। 

No comments

Powered by Blogger.