Header Ads

দীৰ্ঘ অপেক্ষার পর অবশেষে ভারতের হাতে তুলে দেওয়া হল উইং কমান্ডার অভিনন্দন বৰ্তমানকে

ছবি, সৌঃ এএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ অবশেষে দীৰ্ঘ অপেক্ষার পর ভারতের হাতে তুলে দেওয়া হল উইং কমান্ডার অভিনন্দন বৰ্তমানকে। শুক্ৰবার বিকেল সাড়ে ৪টে নাগাদ পাক সেনার একটি কনভয়ে ইসলামাবাদ থেকে ওয়াঘা সীমান্তের দিকে নিয়ে আসা হয়। সেখানে তাঁর মেডিক্যাল চেকআপ হয়। পাক সীমান্তে ‘বিটিং দ্য রিট্রিট’-এর পরই তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। এদিন সকাল থেকে সকাল থেকেই সকলের নজর রয়েছে ওয়াঘা সীমান্তে। এই সেই যোদ্ধা যিনি মিগ ২১ দিয়ে পাকিস্তানের এফ ১৬ কে উড়িয়ে দিয়েছিল। বিশেষজ্ঞদের মতে সারা বিশ্বে পাকিস্তান কোনঠাসা হয়েছে, তাই উইং কমান্ডারকে ভারতের মাটিতে ছেড়ে দিয়েছে। অভিনন্দনকে নিতে ওয়াঘা সীমান্তে অপেক্ষা করে রয়েছেন তাঁর বাবা সহ পরিবারের অন্যান্য সদস্যরা। নিরাপত্তার খাতিরে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেনা বাহিনী। পাক বিটিং রিট্ৰিটের পরই ফেরানো হয় অভিনন্দনকে। ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বলা হয়েছিল অভিনন্দনকে আকাশপথে ভারতে ফেরানো হোক। কিন্তু পাকিস্তান সেটা মানে নি।এদিন সকালেই সীমান্তে পৌঁছে যান অভিনন্দনের বাবা এয়ার মার্শাল এস বর্তমান এবং মা শোভা বর্তমান। ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতরম’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে ওয়াঘা সীমান্ত এলাকা। অভিনন্দনকে ট্যুইট করে স্বাগত জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড অভিনেতা শাহরুখ খান সহ অনেকেই। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ জয় করে দেশে ফিরছেন অভিনন্দন। তবে পাক সংবাদ মাধ্যম সূত্ৰে জানা গিয়েছে ভারতের মাটিতে পৌঁছতে রাত ৮ টা বাজতে পারে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.