Header Ads

উমরাংশুতে এক হাজার বিঘা জমির ওপর ৪৫০ কোটি টাকা ব্যয়ে এসিএস ট্রেনিং সেন্টার তৈরি করবে অসম সরকার

বিপ্লব দেব হাফলংঃ এক হাজার বিঘা জমির ওপর ৪৫০ কোটি টাকা ব্যয় করে রাজ্য সরকার অসমের মধ্যে প্রথম ডিমা হাসাও জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংশুতে তৈরী করবে আনন্দরাম বরুয়া অব অ্যাকাডেমি অ্যাডমিনিষ্ট্রেশন (এসিএস) প্রশিক্ষণ কেন্দ্র। এই এসিএস প্রশিক্ষণ কেন্দ্রে অসম সহ দেশের বিভিন্ন প্রান্ত ও আসিয়ান দেশ গুলির ৩০০ প্রশাসনিক অফিসাররা আধুনিক প্রশিক্ষণের সুযোগ সুবিধা লাভ করবেন বলে মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। তবে এই প্রশিক্ষণ কেন্দ্রের কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় শেষ সেদিকে লক্ষ্য রাখার জন্য পার্বত্য পরিষদের সিইএম দেবোলাল গার্লোসাকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। সোমবার উমরাংশুতে আনন্দরাম বরুয়া অ্যাকাডেমি অব অ্যাডমিনিষ্ট্রেশন এসিএস প্রশিক্ষণ কেন্দ্রের শিলান্যাস করে অসমের মুখ্যমন্ত্রী বলেন উন্নয়নের নিরিখে ডিমা হাসাও জেলা দেশ তথা অসমের মধ্যে এক অন্যতম উন্নত জেলা হিসেবে একদিন উঠে আসবে। মুখ্যমন্ত্রী বলেন এই এসিএস প্রশিক্ষণ কেন্দ্রে এই পাহাড়ি জেলার যুবক বিদ্যার্থীরা তাদের বিকাশের ক্ষেত্রে আধুনিক সুযোগ সুবিধা লাভ করতে সক্ষম হবে। মুখ্যমন্ত্রী বলেন শান্তি ছাড়া কখনই প্রগতি সম্ভব নয় তাই যে কোনও অবস্থায় শান্তি ব্যবস্থা কায়েম রাখতে হবে তাই যে সব অশুভ শক্তি পাহাড়ি জেলার শান্তি বিনষ্ট করার চেষ্টা করবে এদের সম্পূর্ণ উফরে ফেলতে হবে এবং কৃষক থেকে শুরু করে বিদ্যার্থী ব্যবসায়ী সবাইকে কাজ করে যাওয়ার জন্য এক সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করতে হবে তার জন্য জরুরি ডিমা হাসাও জেলায় বসবাসরত ডিমাসা মার জেমিনাগা কার্বি বাঙালি গূর্খা ও বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে সদভাবনা বজায় রেখে কাজ করে যাওয়া। তাহলেই ডিমা হাসাও শুধু দেশ বা অসম নয় বিশ্বের দরবারে এক অন্যতম স্থান দখল করতে সম্ভব হবে বলে মন্তব্য করে সর্বানন্দ সানোয়াল বলেন একমাত্র জেলার সামগ্রিক বিকাশের জন্য পার্বত্য পরিষদের নির্বাচনে পাহাড়ি জেলার মানুষ পার্বত্য পরিষদের নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করেছে।  তারজন্য এদিন পাহাড় বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল বলেন শিক্ষা ক্ষেত্রে অবিভাবকদের অধিক মহত্ব দেওয়া একান্ত জরুরি কারন শিক্ষা ছাড়া জ্ঞান আহরন হয় না আর জ্ঞান ছাড়া মানুষ কখনও শক্তিশালী হতে পারেনা। তাই শিক্ষাক্ষেত্রে সবাইকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী বলেন উমরাংশু কপিলি জলাশয় পর্যটনের ক্ষেত্রে এক মহত্বপূর্ণ স্থান দখল করতে সক্ষম হবে। উমরাংশুতে এখন দেশ বিদেশের পর্যটকরা আসছে আর এভাবে পর্যটকরা আসতে থাকলে যেমন রোজগারের রাস্তা খুলবে তেমনি দূর হবে বেকারত্ব। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল বলেন রাজ্যসরকার ইতিমধ্যে শহীদ কুশল কোঁওর পেনশন প্রকল্প চালু করেছে।  তিনি বলেন এই পেনশন প্রকল্পে ডিমা হাসাও জেলার ষাট বছরের উর্ধ্বে পুরুষ মহিলা প্রতিমাসে পেনশন পেতে সক্ষম হবেন। তাছাড়া কেন্দ্র ও রাজ্য সরকার যে সব উন্নয়ন মূলক প্রকল্প হাতে নিয়েছে ডিমা হাসাও জেলায় যাতে এসব প্রকল্পের সফল রূপায়ন হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য জনগনের প্রতি আহ্বান জানান অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। এদিন উমরাংশুতে এসিএস প্রশিক্ষণ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সিইএম দেবোলাল গার্লোসা পরিষদের অধ্যক্ষ রানু লাংথাসা বিধায়ক বীরভদ্র হাগজার ও ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া প্রমুখ।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.