Header Ads

উমরাংশুতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ১৩ বাসগৃহ ভষ্মীভূত, ক্ষয়ক্ষতি কয়েক লক্ষাধিক টাকার


পরিষদ সদস্য ডরমেন ইংহি ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে এসেছেন
বিপ্লব দেব হাফলংঃ এক বিধ্বংসী অগ্নিকান্ডে হাফলং থেকে ১২০ কিলোমিটার দূরে ডিমা হাসাও জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংশু এলাকায় বৃহস্পতিবার রাতে ১৩ টি বাসগৃহ সম্পূর্ণ ভাবে পুড়ে ছাই হয়। বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে সর্বস্ব খুঁইয়ে পথে নেমে আসে এই ১৩ টি পরিবার। রাত সাড়ে আটটা নাগাদ শহরের জে বি হাগজার জুনিয়র কলেজের সামনে এই আগুনের ঘটনায় ১৩ টি বাসগৃহ সম্পূর্ণ ভষ্মীভূত হয়। জানাগেছে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এই আগুন লাগে।  খবর পেয়ে দমকল বাহিনী ছুটে আসার আগেই আগুনের লেলিহান শিখা সমগ্র এলাকাকে গ্রাস করে। ক্ষয় ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন আব্দুল আলি, সোয়েব আলি, শুক্কুর আলি, প্রদীপ কলিতা, আনোয়ার হুসেন, রাজু আলি, খয়রুল ইসলাম, রফিক আহমেদ, আব্দুল হক, সাইফুল ইসলাম, কাফিল ইসলাম। তবে  ক্ষতিগ্রস্ত ১১ টি পরিবারের নাম জানা গেলে ও বাকি ২ টি পরিবারের নাম জানা যায়নি।  ক্ষতিগ্রস্থদের সাহায্যে এগিয়ে এসেছেন উত্তর কাছাড়  পার্বত্য স্বশাসিত পরিষদের কংগ্রেস সদস্য ডরমেন ইংহি।

No comments

Powered by Blogger.