Header Ads

হাফলঙে পালিত হল পথ সুরক্ষা সপ্তাহ

ফ্ল্যাগ অফ করে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলাশাসক।
বিপ্লব দেব, হাফলংঃ সমগ্র রাজ্যের সঙ্গে হাফলঙে শুক্রবার পথ সুরক্ষা সপ্তাহ পালন করা হয়। প্রতি বছর ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহব্যাপী পথ সুরক্ষা সপ্তাহ পালন করা হয়। এরই অঙ্গ হিসেবে গত ৪ ফেব্রুয়ারি থেকে হাফলঙে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পথ সুরক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। শুক্রবার ডিমা হাসাও জেলা প্রশাসন ও জেলা পরিবহন বিভাগের উদ্যোগে হাফলং সাংস্কৃতিক ভবন থেকে এক শোভাযাত্রা হাফলং শহর পরিক্রমা করে হাফলং সাংস্কৃতিক ভবনে এসে শেষ হয়। সড়ক দূর্ঘটনা রুখতে মানুষের মধ্যে সজাগতা আনতে এবং ট্রাফিক আইন মেনে চলা নিয়ে হাফলং সাংস্কৃতিক ভবনে এক জনসভা অনুষ্ঠিত হয় স্কুলের ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ গ্রহন করেন। আজ সকাল সাড়ে দশটায় হাফলং শহরের অটো রিস্কা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে পরিবহন বিভাগের আয়োজিত শোভাযাত্রার ফ্ল্যাগ অফ করেন ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়া ও পুলিশসুপার শ্রীজিত টি। এদিন শোভাযাত্রার ফ্ল্যাগ অফ করে জেলাশাসক বলেন পরিবহন বিভাগের তথ্য অনুসারে রাজ্যের মধ্যে সবচেয়ে কম দূর্ঘটনা সংগঠিত হয় ডিমা হাসাও জেলায়। জেলাশাসক দূর্ঘটনা রুখতে সবসময় স্কুটার মটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করা উচিত এমনি গাড়ী চালানোর সময় চালকদের সিট ব্যাল্ট বেঁধে গাড়ী চালানো দরকার তাছাড়া গাড়ী চালানোর মোবাইল ফোন নিয়ে কথা বলা বড়সড় বিপদ ডেকে আনতে পারে তাই এবিষয়ে সজাগতা অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেন জেলাশাসক। পুলিশসুপার বলেন রাস্তায় গাড়ী চালানোর সবসময় চালকদের ট্রাফিক আইন মেনে চলা উচিত। তাহলেই যে কোনও ধরনের দূর্ঘটনা আটকানো সম্ভব। এদিনের অনুষ্ঠানে জেলা পরিবহন বিভাগের ডিটিও আব্দুল মাজিদ উপস্থিত ছিলেন।

     

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.