Header Ads

অসামাজিক কার্যকলাপ ঠেকাতে হাফলং শহরে সিসি টিভি ক্যামেরা বসাচ্ছে পুলিশ

বিপ্লব দেব, হাফলংঃ হাফলং শহরের বিভিন্ন স্থানে এবার বসানো হবে সিসি টিভি ক্যামেরা। অপরাধ ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রুখতেই ডিমা হাসাও পুলিশ এধরনের ব্যবস্থা নিচ্ছে। শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকা গুলিতে এই সিসি টিভি ক্যামেরা বসানো হবে। ডিমা হাসাও জেলায় পুলিশসুপার হিসেবে শ্রীজিৎ টি কাজে যোগ দেওয়ার পর থেকেই পুলিশ অনেক সক্রিয় হয়ে উঠেছে। অসামাজিক কার্যকলাপ আটকাতে শহরের বিভিন্ন স্থানে যে সিসি টিভি ক্যামেরা বসানো হবে তা নিজেই জানালেন পুলিশসুপার। তাছাড়া এবার মদ্যপ অবস্থায় গাড়ী চালালে শাস্তির মুখে পড়তে হবে গাড়ীর চালকদের কারন হাফলং ট্রাফিক পুলিশ ব্রেথ এনালাইজার নিয়ে এসেছে শহরের বিভিন্ন এলাকায় গাড়ীর চালকরা মদ্যপ অবস্থায় ড্রাইভিং করছে কিনা ব্রেথ এনালাইজার দিয়ে পরীক্ষা করছে ট্রাফিক পুলিশ।  মঙ্গলবার থেকে হাফলং শহরে পুলিশ এই অভিযান শুরু করেছে। হাফলং ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা এস এস তিমুং জানান ৩০ এমজি বা তার বেশী মদ খেয়ে কোনও ব্যাক্তি ড্রাইভিং করেন  তাহলে এমভিআই আইনে ওই চালকের ড্রাইভিং লাইসেন্স বাতিল করা ছাড়া  জরিমানা সহ হাজতবাস ও হতে পারে ওই ব্যাক্তির তাই এখন থেকে মদ্যপ অবস্থায় ড্রাইভিং করে এবং ব্রেথ এনালাইজারে যদি তা ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে শাস্তির খরা নেমে আসবে বলে জানান এস এস তিমুং। দূর্ঘটনা রুখতেই ট্রাফিক পুলিশ এই ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর এস এস তিমুং।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.