Header Ads

পুলওয়ামা কাণ্ডের দায় অস্বীকার পাক প্ৰধানমন্ত্ৰী ইমরানের, সন্ত্রাস নিয়ে আলোচনাতেও রাজি পাকিস্তান


ছবি, সৌঃএএনআই

নয়া ঠাহর প্ৰতিবেদন, ইসলামাবাদঃ পুলওয়ামা কাণ্ডের দায় অস্বীকার করল পাকিস্তান। পাক প্ৰধানমন্ত্ৰী ইমরান খান মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে দাবি করলেন, প্ৰমাণ ছাড়াই অভিযোগ করছে ভারত। প্ৰমাণ দিলে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর আরও দাবি, বার বার এমন দোষারোপ করলে দু দেশের মধ্যে আলোচনার পথে কোনও দিন এগোনো যাবে না। হিন্দুস্তানের সংবাদ মাধ্যমে আওয়াজ শুনছি- পাকিস্তানকে শিক্ষা দিতে হবে। প্ৰথমত, কোনও দুনিয়ার আইন কোনও ব্যক্তি অথবা দেশকে জজ অথবা জুরি অথবা বিচার করার অধিকার দিয়েছে প্ৰশ্ন তোলেন তিনি। তিনি বলেন- হামলা হলে জবাব দেবে পাকিস্তানও। জবাব দেওয়া ছাড়া তখন পাকিস্তানের হাতে আর কোনও রাস্তা খোলা থাকবে না। এদিন ক্ষানিকটা হুমকির সুরই শোনা গেল পাক প্ৰধানমন্ত্ৰীর কথায়। তিনি বলেন, কাশ্মীর নিয়ে আলোচনা শুরু না করে দোষারোপ করা হচ্ছে। তাদের ১০০ আরব ডলারের ক্ষতি হয়েছে। যুদ্ধ শুরু করা মানুষের হাতে, কিন্তু শেষ করা নয়। প্ৰসঙ্গক্ৰমে তিনি আরও বলেন, সন্ত্ৰাসববাদ নিয়ে কথা বলতে প্ৰস্তুত পাকিস্তান। তবে ভারতেরও নতুন চিন্তাধারার প্ৰয়োজন রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.