Header Ads

ক্ষমতায় আসার পর অশান্ত হয়েছে উত্তরপূৰ্বাঞ্চল, গুয়াহাটির জনসভা থেকে বিজেপিকে তোপ রাহুলের

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী মঙ্গলবার গুয়াহাটির খানাপাড়ায় অসমবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। এদিন বিমানবন্দরে নেমে তিনি সোজা গুয়াহাটির অ্যাপোলো হাসপাতালে চলে যান অরুণাচলে দুজন আহত ব্যক্তিকে দেখতে। এরপর এদিন দুপুর দেড়টা নাগাদ খানাপাড়ার জনসভায় মঞ্চে বিজেপিকে তোপ দেগে তিনি বলেন- কেন্দ্ৰে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে অশান্ত হয়েছে উত্তরপূৰ্বাঞ্চলের প্ৰত্যেকটি রাজ্য। চোলাই মদ কাণ্ডে নিহত শ্ৰমিকদের স্মরণ করে তিনি বলেন- অসমের যুবসমাজ, চা বাগানের শ্ৰমিকদের জন্য কি করেছেন মোদী সরকার। প্ৰশ্ন তুলেছেন রাহুল গান্ধী।  রাজ্যের বেকার যুবকদের সংস্থাপন থেকে বঞ্চিত করেছে বিজেপি। রাহুল অভিযোগের সুরে আরও বলেন- বিজেপি শুধুমাত্ৰ শিল্পপতিদের সাহায্য করে। শিল্পপতিদের ব্যাংক ঋণ মুকুব করেছে, অথচ বিদ্যাৰ্থীদের শিক্ষা ঋণ মুকুব করেনি। প্ৰসঙ্গক্ৰমে তিনি আরও বলেন ২০১৯-এ কংগ্ৰেস ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত জাত, ধৰ্মের প্ৰত্যেক গরীবের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। সে যে কোনও জাতের হোক, ধৰ্মের হোক তাতে কোনও পাৰ্থক্য থাকবে না। এনআরসির কথা উল্লেখ করে তিনি বলেন- কংগ্ৰেস ক্ষমতায় এলে এনআরসির তালিকায় সকলের নাম আসবে বলে আশ্বাস দিয়েছেন। নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধীতা করেছে কংগ্ৰেস।  এছাড়াও অসমকে বিশেষ রাজ্যের মৰ্যাদা দেওয়ার নিশ্চিত দিয়েছেন তিনি। কংগ্ৰেস সরকার এলে  জাগীরোড এবং কাছাড় কাগজ কল পুনরায় খোলার আশ্বাস দিয়েছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.