Header Ads

সমাজসেবায় গঠন মূলক অবদান, সংবৰ্ধনা দেওয়া হল ‘নববার্তা প্রসঙ্গে’র স্বত্বাধিকারী-সম্পাদক হবিবুর রহমান চৌধুরীকে


আমিরুল আলম সিদ্দিকী, নিলামবাজারঃ কাছাড়ের হিউমান ফাউন্ডেশন কর্তৃক সমাজসেবায় গঠন মূলক অনন্য অবদানের জন্য করিমগঞ্জ জেলার কৃতিসন্তান হবিবুর রহমান চৌধুরীকে সম্মানিত করা হয় দক্ষিণ করিমগঞ্জের খাগাইল বাজারে। শনিবার ফতেহপুর জিপির খাগাইল বাজারে হিউম্যান ফাউন্ডেশনের ব্যবস্হাপনায় জনপ্রতিনিধি ও গুনিজনদের সংবৰ্ধনা দেওয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি অবসরপ্রাপ্ত সিনিয়র বিডিও সাহাবুদ্দিন আহমেদের পৌরহিত্যে সভায় জেলার বিশিষ্ট শিক্ষাবিদ তথা জেলার একমাত্র দৈনিক পত্রিকা ‘নববার্তা প্রসঙ্গ’-এর স্বত্বাধিকারী-সম্পাদক হবিবুর রহমান চৌধুরীকে সমাজসেবায় গঠন মূলক অনন্য অবদানের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ সম্মান স্মারক, শাল ও ফুলের তোড়া দিয়ে সম্মানিত করা হয় ।এদিনের সভায় সম্মানিত হয়ে আপ্লুত চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যে প্রত্যন্ত খাগাইল এলাকার একাল-সেকালের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন- আজকের দিনে যথেষ্ট উন্নত হয়েছে খাগাইল। কিন্ত এক সময় যোগাযোগ সহ অন্যান্য দিক দিয়ে খাগাইল অনেক পিছিয়ে থাকলেও নগন্য হলেও মেধাবী পড়ুয়ার এক বিশেষ স্হান ছিল এই খাগাইল এলাকায়। পিছিয়ে পড়া খাগাইলকে উন্নয়নে এগিয়ে রাখতে আজকের দিনে যোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলে দাবি করে এলাকার নবপ্রজন্মকে রাজনীতির পাশাপাশি উচ্ছশিক্ষায়ও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন হবিবুর রহমান চৌধুরী।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.