Header Ads

প্রধানমন্ত্রীর আগমনকে নিয়ে গুয়াহাটির বিভিন্ন স্থানে নো পার্কিং জোন, কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে মহানগরকে

প্ৰতীকী ছবি
দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ এক দিনের কার্যসূচিতে আগামী শনিবার উত্তরপূর্ব ভ্রমণে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি অসম, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরাতে বেশ কয়েকটি কার্যসূচিতে অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী আগমনে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে  গুয়াহাটি মহানগরকে। প্রধানমন্ত্রীর অসম ভ্রমণকে নিয়ে মহানগরের যানবাহন পুলিশ জারি করেছে কিছু বিশেষ পথ নির্দেশনা। ৮ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার ৩৭ ও ২৭ নং রাজপথের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুপুর বারোটার পর থেকে বড়  যানবাহন নিয়ন্ত্রণ করবে পুলিশ। ওদিকে ৯ ফেব্রুয়ারি শনিবার ভোর চারটে থেকেই যানবাহন নিয়ন্ত্রণ করবে পুলিশ।  শুক্রবার থেকেই মহানগরের অনেক পথে যানবাহন চলাচল নিষেধ করেছে মহানগর পুলিশ। ডিজি রোড ,এম জি রোড, এটি রোড, জিবি রোডে থাকবে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা।  দুপুর১২ টা থেকে প্রধানমন্ত্রীর কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা চালু থাকবে। ওদিকে শনিবার ভোর চারটে থেকে প্রধানমন্ত্রী কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সমস্ত নিষেধাজ্ঞা চালু থাকবে। ফলে মহানগরের অনেক রাস্তাতেই নো পার্কিং জোন ঘোষণা করা হয়েছে । বিমানবন্দর থেকে বাইপাস অবধি থাকবে নো পার্কিং,  জালুকবাড়ি থেকে রোটারি পর্যন্ত থাকবে নো পার্কিং ,জোন। জালুকবাডি থেকে ভরলুমুখ পর্যন্ত ডিজি রোডে থাকবে নো পাৰ্কিং ।ওদিকে ভারলুমুখ থেকে থেকে রাজভবন পর্যন্ত এম জি রোডে থাকবে নো পার্কিং ।খানাপারা থেকে জালুকবাড়ি এনএইচ ৩৭ থাকবে নো পারকিং ,বিমানবন্দর থেকে খানাপারা সার্ভিস রোড পর্যন্ত নো পারকিং জনের ঘোষণা করেছে  মহানগর পুলিশ ।ওদিকে বড়ঝাড় স্থিত আন্তঃ রাষ্ট্রীয় বিমানবন্দরে নিচ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। অন্যদিকে জালুকবাড়িতেও গড়ে তোলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.