Header Ads

অসমের গোলাঘাটে স্থানীয় চোলাই খেয়ে মৃত্যু হয়েছে ৩০শেরও বেশি চা শ্ৰমিকের

 প্ৰতীকী ছবি
নয়া ঠাহর প্ৰতিবেদন, গোলাঘাটঃ  অসমের চা বাগানগুলিতে চোলাই মদ খেয়ে মৃত্যুর ঘটনা কোনও নতুন নয়। ফের একবার গোলাঘাট জেলার শালমারা, যোগীবাড়ি সমেত যোরহাট জেলার তিতাবরে বৃহস্পতিবার রাতে চোলাই মদ খেয়ে শুক্ৰবার সকালের মধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনেরও বেশি। এ ঘটনার জন্য কংগ্ৰেস বিধায়ক রূপজ্যোতি কুৰ্মি আবগারি মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্যকে দায়ী করেছেন। খুব শীঘ্ৰই তাঁর পদত্যাগের দাবি করেছেন। রাজ্যের মন্ত্ৰী তপন গগৈ ঘটনাস্থলে গেলে তাঁকে এলাকার লোকজন জানান- অত্যন্ত নিম্ন মানের গুড়, ট্যাবলেট, কীটনাশক, জড়িবুটি, হাওয়াইচপ্পল, ইউরিয়া, ফিটকিরি, ব্যাটারি ইত্যাদি চোলাই মদ তৈরিতে ব্যবহার করা হয়। চোলাই খেয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আরও বহু শ্ৰমিক। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিএসপি পাৰ্থ প্ৰতিম শইকিয়া জানিয়েছেন- তদন্তের জন্য চোলাইয়ের স্যাম্পল ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.