Header Ads

বৈঠালাংশুতে ক্ষুদ্র জল বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী

বিপ্লব দেব হাফলংঃ অসমের শক্তি উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে এক ঐতিহাসিক এবং সফল সংযোজনে পশ্চিম কার্বি-আংলং জেলার বৈঠালাংশুর মিন্ত্রিয়াং (টেরেলাংশু) ক্ষুদ্র জল বিদ্যুৎ প্রকল্পের শুভ উদ্বোধন করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। এদিকে এই ক্ষুদ্র জল বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করে রবিবার মুখ্যমন্ত্রী বলেন জল সম্পদের উচিত ব্যবহার করে ৯ মেগাওয়াট প্রকল্পটি ঘরুয়া শক্তি উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি করবে। মুখ্যমন্ত্রী বলেন বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অসমকে অগ্রনী রাজ্য হিসেবে গড়ে তুলতে ২০৩০ সালের মধ্যে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য স্থির করা হয়েছে। অন্যদিকে পশ্চিম কার্বি-আংলং-এর বৈঠালাংশুতে কৃষকদের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি প্রকল্পের রাজ্য পর্যায়ে শুভারম্ভ করেন। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমগ্র দেশের কৃষকদের জন্য আজ এই প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী যে সকল ক্ষুদ্র এবং প্রান্তীয় কৃষকদের ২ হেক্টর পর্যন্ত মাটি আছে তারাই এই প্রকল্পের অধীনে ৩ টি কিস্তিতে ৬ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। এদিন এই প্রকল্পের হিতাধিকারীদের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.