Header Ads

গুয়াহাটি মহানগরে দাবানল, একই সময়ে অগ্নিগর্ভা দুই পাহাড়

দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ মহানগরে দুটো পাহাড়ে ভয়ংকর দাবানল। একই সময়ে অগ্নিগর্ভা  দুটো পাহাড়। এক নীলাচল পাহাড় আর অন্যটি অসম ইঞ্জিনিয়ারিং কলেজের পাহাড় । শুকনো মরশুমের কারণে পাহাড়ে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। মহানগরের সঞ্জীবনী হাসপাতাল এবং স্বাগত হাসপাতালের নিকটবর্তী নীলাচল পাহাড়ের গাছের সঙ্গে গাছের সংঘর্ষের ফলে আগুন লাগে।  এই ঘটনায় নীলাচলবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।  খবর পেয়ে অগ্নিনির্বাপণ বাহিনী এসে ঘটনাস্থলে পৌঁছে বহু চেষ্টায় আগুনকে আয়ত্বে আনে। এদিকে একই সময় মহানগরের অসম ইঞ্জিনিয়ারিং কলেজের পাহাড়েও আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে। এঘটনার পর দমকল বাহিনী পাহাড় এলাকায় বসবাসকারী লোকদের বাড়ির পিছনে থাকা জঙ্গল  কেটে পরিষ্কার করার আহ্বান জানায়। পাণ্ডু ও গুয়াহাটি থেকে দমকল বাহিনীর  বেশ কয়েকটি গাড়ি এসে আগুন নেভায়। আগুন পাহাড়ের যথেষ্ট ওপরে চলে গেলে দমকল বাহিনীকে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়। অন্যদিকে, একই রাতে কলিয়াবরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ফলে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভস্মীভূত হয়। সোমেশ্বর বরা নামের স্থানীয় একজনের দোকানে আগুন লাগে । পুড়ে যায়  একটি সাইকেল মেরামতির দোকানও। বহু লক্ষাধিক টাকার সম্পত্তি নষ্ট হয়। শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত বলে প্ৰাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ছুটে এসে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। অন্যদিকে, ধেমাজির শিলাপাথরেও আগুন লাগার খবর মিলেছে। একটি গুদামঘর থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে । তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.