Header Ads

সোমবার ১২ ঘন্টার বনধের ডাক দিল হিলস ট্রাইবস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

বিপ্লব দেব হাফলংঃ নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে হিলস ট্রাইবস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সোমবার ১২ ঘন্টার ডিমা হাসাও বনধের ডাক দেয়। ডিমাসা স্টুডেন্টস ইউনিয়ন কার্বি স্টুডেন্টস  অ্যাসোসিয়েশন  কুকি স্টুডেন্টস অর্গেনাইজেশন মার স্টুডেন্টস অ্যাসোয়িশেনের সন্মিলিত মঞ্চ হিলস ট্রাইবস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ বাতিল করা এবং বিএলটির সঙ্গে সরকারের সাক্ষর চুক্তিপত্রে ৮ নম্বর অনুচ্ছেদ অনুসারে বোড়ো জনগোষ্ঠীকে ডিমা হাসাও ও কার্বি-আংলং জেলায় পার্বত্য উপজাতি (এসটিহিলস) স্বীকৃতি দেওয়ার যে চিন্তা ভাবনা করছে সরকার তা বাতিল করার দাবি সহ উপজাতি সংশোধনী বিল বাতিলের দাবিতে সোমবার ১২ ঘন্টার বনধ আহ্বান করে হিলস ট্রাইবস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।  

No comments

Powered by Blogger.